ইরানের সংসদ পরিষদের সদস্য বলেন
নতুন বিশ্বব্যবস্থার সামনে মার্কিন রাজনীতিবিদরা মরিয়া হয়ে উঠেছেন
-
ইরানের সংসদ পরিষদের সদস্য রুহুল্লাহ মোতাফেক-আজাদ
পার্সটুডে - ইরানের সংসদের স্পিকার পরিষদের একজন সদস্য বলেছেন, আমেরিকান রাজনীতিবিদরা নতুন বিশ্বব্যবস্থার সামনে মরিয়া হয়ে উঠেছেন, কারণ তারা আর অতীতের বাড়াবাড়ি চালিয়ে যেতে পারবেন না।
পার্সটুডে অনুসারে, ইরানের সংসদ পরিষদের সদস্য রুহুল্লাহ মোতাফেক-আজাদ শুক্রবার বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে নতুন বিশ্বব্যবস্থার সামনে আমেরিকান রাজনীতিবিদদের হতাশাকে তাদের দাবি আরোপ করার ক্ষমতা হ্রাসের ফলাফল বলে মনে করেন। আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট গঠনের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আজ আমরা কিছু সরকারকে তাদের জনগণের প্রতি আনুগত্যের জন্য আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে দেখছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাবাদ গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। মোতাফেক-আজাদ ইরানের ক্ষমতাকে আমেরিকার জন্য উদ্বেগের কারণ বলে মনে করে বলেন, বলদর্পীদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়ে ইসলামিক প্রজাতন্ত্র বিশ্ব জনমতের মধ্যে একটি উচ্চ স্থান অর্জন করেছে। তিনি এই বলে শেষ করেন, আমেরিকান রাজনীতিবিদরা যারা সামরিক পদক্ষেপ এবং নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের ব্যর্থতা ঢাকতে চাইছেন তারা নতুন বিশ্ব ব্যবস্থার সামনে অসহায় কারণ তারা আর আগের মতো তাদের বাড়াবাড়ি চালিয়ে যেতে পারবেন না।
গভর্নর বোর্ড রেজোলিউশন হল স্ন্যাপব্যাক ব্যর্থতার ক্ষতিপূরণের জন্য একটি রাজনৈতিক হাতিয়ার
আরেকটি বিষয় হল, ইরানের সংসদের আর্টিকেল ৯০ কমিশনের সদস্য মোহাম্মদ মোভাহেদ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গভর্নর বোর্ডের সাম্প্রতিক প্রস্তাবকে আইনতভাবে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এটিকে স্ন্যাপব্যাক ব্যর্থতার ক্ষতিপূরণ এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর পরিবেশকে স্বাভাবিক করার জন্য একটি রাজনৈতিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, 'পশ্চিমারা, পশ্চিমা-ইহুদি অক্ষ থেকে চাপ প্রয়োগ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর পরিবেশের সুযোগ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার এবং ইরানকে দোষারোপ করার চেষ্টা করছে। এই প্রস্তাবের আইনি কোনো ভিত্তি নেই এবং ইরান এবং সংস্থার মধ্যে সংলাপ এবং গঠনমূলক সহযোগিতার পথকে দুর্বল করে দেবে।" মোহাভেদ উল্লেখ করেছেন, ভোটটি দেখিয়েছে যে ইরানের বিরুদ্ধে একটি বিশ্বব্যাপী ঐক্যমত্য তৈরি হয়নি এবং অনেক দেশ এই বিষয়টিকে রাজনীতিকরণের বিরোধিতা করেছে।
ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ; শত্রুদের বাড়াবাড়ির বিরুদ্ধে একটি শক্ত বাধা
অন্য খবরে সংসদ সদস্য পেইমান ফালসোফি ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর নৌ দিবস উপলক্ষে এক বার্তায় ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষকে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য একটি কারণ বলে অভিহিত করে জোর দিয়ে বলেছেন, সর্বোচ্চ কমান্ডারের নির্দেশিকা অনুসারে শত্রুদের বাড়াবাড়ির বিরুদ্ধে এই কর্তৃপক্ষ একটি শক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরানি নৌবাহিনীর ক্ষমতা
এদিকে, ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কাওসারি ইরানি নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তির দিকে ইঙ্গিত করে জোর দিয়ে বলেছেন যে এই বাহিনী কেবল আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয় বরং অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তাও নিশ্চিত করতে পারে। ইরানের উল্লেখযোগ্য সামুদ্রিক শক্তি অর্জনের কথা উল্লেখ করে ইসমাইল কাওসারি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির নৌ সক্ষমতা ক্রমবর্ধমান অগ্রগতি অর্জন করেছে।
গাজার স্বাস্থ্য ও চিকিৎসা অবকাঠামো ধ্বংস
গাজার পরিস্থিতি সম্পর্কে ইরানি পার্লামেন্টের বৈদেশিক নীতি কমিশনের সদস্য ইয়াকুব রেজাজাদেহ গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসনের স্থায়ী অবসান এবং মানবিক সাহায্যের নিঃশর্ত প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'প্রায় দুই মিলিয়ন শরণার্থী এমন পরিস্থিতিতে রয়েছে যেখানে স্বাস্থ্য ও চিকিৎসা অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।' রেজাজাদেহ আরো বলেন, 'ইহুদিবাদী শাসক গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় তার গণহত্যা নীতি অব্যাহত রাখার জন্য পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ জিনিসপত্রের প্রবেশে বাধা দিচ্ছে।'#
পার্সটুডে/এমবিএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।