তেল আবিবে নেতানিয়াহুর ক্ষমার বিরুদ্ধে বিক্ষোভ
শত্রুরা মুসলিম দেশগুলোর অগ্রগতি রুখতে চায়: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
পার্স-টুডে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক বৈঠকে ইসলামী বিশ্বে ঐক্য জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেছেন যে, প্রতিপক্ষের ক্রমবর্ধমান অভিন্ন চাপের মধ্যে মুসলিম দেশগুলোকে "একে অপরের জন্য পরিস্থিতি সহজতর করতে হবে এবং জটিল সমস্যা এড়াতে হবে"।
রবিবার সন্ধ্যায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক বৈঠকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভ্রাতৃত্বপূর্ণ পটভূমির কথা উল্লেখ করেন এবং এই সম্পর্কগুলোকে গভীর, অকৃত্রিম ও ব্যাপক উন্নয়ন সম্ভাবনায় সমৃদ্ধ বলে বর্ণনা করেন।
তিনি আরও বলেন: "যদি ইসলামী দেশগুলো ঐক্য, অভিন্নতা এবং অভিজ্ঞতা বিনিময়ের উপর ভিত্তি করে একই ইচ্ছার কাঠামোর মধ্যে অগ্রসর হয়, তাহলে কোনও শক্তিই মুসলিম দেশগুলোর জন্য সমস্যা তৈরি করতে পারবে না।"
ইসলামী দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার ও কৌশলগত সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেছেন, এই অঞ্চলের বর্তমান কিছু সংকট কোনো কোনো হস্তক্ষেপকারী শক্তিদের ষড়যন্ত্র এবং বিরোধ উস্কে দেওয়ার ফসল। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন: এই আন্দোলনগুলোর লক্ষ্য হলো এই অঞ্চলে তাদের ভুল উদ্দেশ্য ও নীতি চাপিয়ে দেওয়া এবং ইসলামী দেশগুলোর উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করা।
উল্লেখ্য তুরস্ক ও ইরান তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করে তা তিন হাজার কোটি ডলার পর্যন্ত উন্নীত করতে সম্মত হয়েছে। বাণিজ্য ছাড়াও এ দুটি দেশ জ্বালানি ও পরিবহন-ট্র্যাঞ্জিট খাতেও সহযোগিতা বাড়ানোর দৃঢ় ইচ্ছা ব্যক্ত করেছে।
ইহুদিবাদী মিডিয়া: দুই বছরের যুদ্ধের পর ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, সেনা-ঘাটতি বেড়ে ১২ হাজার
ইসরায়েলি দৈনিক মা'আরিভ এক প্রতিবেদনে প্রকাশ করেছে যে সাতটি ফ্রন্টে দুই বছর দুই মাস তীব্র লড়াইয়ের পর ইসরায়েলি সেনাবাহিনী এখন খুবই ক্লান্ত, অফিসাররা ক্লান্ত এবং সৈন্যরা বাড়ি ফিরে যাওয়ার স্বপ্ন দেখছে। মা'আরিউ প্রতিবেদনে আরও যোগ করেছে যে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় ১২,০০০ কর্মীর ঘাটতির সম্মুখীন।
মাদুরো: ভেনেজুয়েলার জ্বালানি সম্পদকে আমেরিকার দখলে যেতে দেব না
ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তেল উৎপাদনকারী দেশগুলোর উদ্দেশ্যে এক বার্তায় কারাকাসের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে তার দেশ নিজ জ্বালানি সম্পদ রক্ষা করবে। বার্তায় মাদুরো আরও বলেন, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন পদক্ষেপের লক্ষ্য হলো "আমাদের ভূখণ্ড, জনগণ এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মারাত্মক সামরিক পদক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারে আধিপত্য বিস্তার করা।"
"আফ্রিকায় উপনিবেশবাদী অপরাধের মাত্রা নির্ণয়ের" উদ্যোগ শুরু করল আলজেরিয়া
আন্তর্জাতিক ঘটনা-প্রবাহের আলোকে ও ঊর্ধ্বতন আফ্রিকান কর্মকর্তাদের উপস্থিতিতে আলজেরিয়া আফ্রিকা মহাদেশে উপনিবেশবাদীদের অপরাধ পরিমাপের লক্ষ্যে একটি নতুন উদ্যোগ শুরু করেছে। একটি প্রতিবেদন অনুসারে, আলজেরিয়া ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর, ২০২৫ তারিখে "আফ্রিকায় উপনিবেশবাদের অপরাধ তদন্ত" শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন করবে কথা রয়েছে। এই বৈঠকে আফ্রিকা মহাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন। এই প্রসঙ্গে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ জোর দিয়ে বলেন যে "আফ্রিকার ঐতিহাসিক স্মৃতি ঔপনিবেশিক যুগের অপরাধগুলো ভুলবে না।"
তেল আবিবে নেতানিয়াহুকে ক্ষমা করার বিরুদ্ধে বিক্ষোভ
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমার বিরোধীরা তেল আবিবে এই শাসকগোষ্ঠীর রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগের ব্যক্তিগত বাড়ির সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা "ইসরায়েল ধ্বংসকারীকে সাধারণ ক্ষমা নয়" বলে স্লোগান দিচ্ছিলেন। রবিবারে যখন তার বিচার ছয় বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে, নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন জমা দিয়েছেন, নিরাপত্তা ও রাজনৈতিক কারণকে এই পদক্ষেপের মূল প্রেরণা হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু তার বিরোধীরা এই বিষয়ে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। #
পার্স টুডে/এমএএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।