আগুনে পুড়েনি হযরত মরিয়ম (সা.)'র ছবি: সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়
-
• পোড়া ঘরের ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত পাওয়া গেছে মরিয়ম (সা.)'র ছবি
পার্সটুডে- সার্বিয়ার এক আশ্চর্যজনক ঘটনায়, পোড়া ঘরের ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত থাকা একমাত্র জিনিস ছিল মরিয়ম (সা.)'র ছবি; অগ্নিনির্বাপকরা এটিকে "অলৌকিক ঘটনা" বলে অভিহিত করেছেন।
সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে: সার্বিয়ার এক অগ্নিকাণ্ডের ঘটনায়, পোড়া ঘরের ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত থাকা একমাত্র জিনিস ছিল হযরত মরিয়ম (সা.)'র ছবি । ধ্বংসস্তূপের মধ্যে এই অক্ষত ছবিটি পেয়ে অগ্নিনির্বাপকরা অবাক হয়েছেন। মেট্রোর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, "নেনাদ মাতিজাসেভিচ" নামে একজন অগ্নিনির্বাপক আগুন নেভানোর সময় এই ছবিটি খুঁজে পান।
সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে "অলৌকিক ঘটনা" বলে অভিহিত করে জোর দিয়ে বলেছে: "কঠিন সময়ে অগ্নিনির্বাপকরা কেবল আগুনের সাথে লড়াই করে না বরং স্মৃতি, বিশ্বাস এবং মানুষের জন্য মূল্যবান জিনিসগুলিকেও পুনরুজ্জীবিত করে। এটি কেবল একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি অগ্নিনির্বাপকদের কাজের লক্ষ্য, মানবতা এবং সততার প্রমাণ।"
মেট্রোর মতে, ঘটনাটি অন্যান্য অনুরূপ ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়। গত বছর গুয়াতেমালায় একটি দোকানে আগুন লাগার পর, বাইবেল ছাড়া সমস্ত বই পুড়ে যায়, যা অক্ষত ছিল। একজন স্থানীয় অগ্নিনির্বাপক কর্মী বলেন "সৃষ্টিকর্তার কথা বিস্ময়কার, কারণ আগুনের মাঝেও বাইবেল অক্ষত ছিল। #
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন