আরাকচি: ইরান-রাশিয়া সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে
পার্সটুডে - ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার রুশ প্রতিপক্ষের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইরান-রাশিয়া সম্পর্ক প্রতিদিন আরো ঘনিষ্ঠ হচ্ছে।
পার্সটুডে অনুসারে, বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সন্তোষ প্রকাশ করে বলেছেন যে বেশিরভাগ আন্তর্জাতিক ইস্যুতে তেহরান-মস্কোর অবস্থান একই রকম এবং তারা সর্বদা সকল ইস্যুতে একে অপরকে সমর্থন করে। গত দেড় বছরে দুই দেশের প্রেসিডেন্ট পাঁচটি বৈঠক এবং দুই পররাষ্ট্রমন্ত্রীর ঘন ঘন বৈঠকের কথা উল্লেখ করে আরাকচি দ্বিপাক্ষিক সম্পর্ককে বহুমাত্রিক হিসাবে মূল্যায়ন করে আরো বলেছেন, এই সম্পর্কগুলো রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রতিরক্ষা এবং সুরক্ষা ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আজ সম্পর্কের বিশদ পর্যালোচনা এবং বৃহত্তর সমন্বয়ের মাধ্যমে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে আমাদের আরো বেশি সময় ধরে মতামত বিনিময় করার সুযোগ রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সামরিক আগ্রাসনের নিন্দা এবং ইরানি জাতির সাথে সংহতি ঘোষণা করার ক্ষেত্রে রাশিয়ার অবস্থানেরও প্রশংসা করেছেন।
বৈঠকের শুরুতে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ তার ইরানি প্রতিপক্ষকে আতিথ্য দিতে পেরে আনন্দ প্রকাশ করে বলেন, "আমাদের সম্পর্কের ক্ষেত্রে এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল ব্যাপক কৌশলগত চুক্তি স্বাক্ষর এবং এর বাস্তবায়ন।" ল্যাভরভ আরো বলেন, "তেহরান-মস্কো চুক্তি আমাদের সহযোগিতার বিশেষ মর্যাদাকে সুসংহত করেছে এবং সকল ক্ষেত্রের জন্য ২০ বছরের দৃষ্টিভঙ্গি এবং দিকনির্দেশনা রূপরেখা দিয়েছে।" তিনি আরো বলেন: "আজ, প্রথমবারের মতো, ২০২৬-২০২৮ সালের জন্য রাশিয়ান এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পরামর্শের কর্মসূচি স্বাক্ষরিত হবে।"
আরাকচি: আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করব না
ইরানের পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সাথে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, "ইরান এনপিটির একটি প্রতিশ্রুতিবদ্ধ সদস্য, তবে আমরা আমাদের অধিকার ত্যাগ করব না, যার মধ্যে রয়েছে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, সমৃদ্ধকরণ।" মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বল প্রয়োগের মাধ্যমে শান্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিপজ্জনক হতে পারে উল্লেখ করে আরাকচি আরো বলেন, ইরান এবং রাশিয়া উভয়ই, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞার দ্বারা আক্রান্ত হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন: আমরা দুই দেশের অর্থনৈতিক চাহিদা মেটাতে এবং নিষেধাজ্ঞা মোকাবেলায় মতামত বিনিময় করছি।
এই সংবাদ সম্মেলনে আরাকচি আরো স্পষ্ট করে বলেন, আমাদের পক্ষ থেকে আমেরিকাকে কোনো বার্তা পাঠানো হয়নি এবং আমরা কূটনৈতিক টেবিল ত্যাগ করিনি। আলোচনার টেবিলের মাঝখানে আমেরিকাই কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এখন, যদি তারা তাদের দৃষ্টিভঙ্গি সংশোধন করে এবং সমান অবস্থান থেকে আলোচনা করতে প্রস্তুত থাকে তাহলে আমরা প্রস্তুত। আলোচনা থেকে আমেরিকা যা চায় তা হল নির্দেশ দেওয়া। আরাকচি আরো বলেন, আমেরিকা যখন তার দৃষ্টিভঙ্গি সংশোধন করবে তখনই প্রকৃত আলোচনা হবে। সামরিক অভিযানে তারা যা অর্জন করতে পারেনি, তারা আলোচনার টেবিলেও তা অর্জন করতে পারবে না।#
পার্সটুডে/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।