আমেরিকা জঙ্গলের আইন অনুসরণ করে: মিশরীয় গবেষক  
https://parstoday.ir/bn/news/world-i155842-আমেরিকা_জঙ্গলের_আইন_অনুসরণ_করে_মিশরীয়_গবেষক
পার্সটুডে-একজন মিশরীয় লেখক এবং গবেষক আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার আচরণকে জঙ্গলের আইনের মতো বলে মন্তব্য করেছেন। মিশরীয় লেখক এবং গবেষক "জাহরা আবু শাবান": একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে অপহরণ করা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।
(last modified 2026-01-07T08:49:27+00:00 )
জানুয়ারি ০৬, ২০২৬ ১৯:৩৪ Asia/Dhaka
  •  ভেনেজুয়েলার ওপর মার্কিন আগ্রাসন
    ভেনেজুয়েলার ওপর মার্কিন আগ্রাসন

পার্সটুডে-একজন মিশরীয় লেখক এবং গবেষক আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার আচরণকে জঙ্গলের আইনের মতো বলে মন্তব্য করেছেন। মিশরীয় লেখক এবং গবেষক "জাহরা আবু শাবান": একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে অপহরণ করা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে: ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন: ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সাথে যা ঘটেছে তা জাতিসংঘের অনুমোদন ছাড়াই করা হয়েছে এবং এটি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।

আবু শাবান আরও বলেন: একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে অপহরণ করার ঘটনা বিরল এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এই গবেষক বলেছেন: দুর্বল দেশগুলোর জন্য সাহায্য এবং সহায়তার অভাবে, সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হয় এবং শক্তিশালী দেশগুলোকে আধিপত্য বিস্তার করার সুযোগ দেয়।

আবু শাবান আরও বলেন: "ভেনিজুয়েলা অবরোধ এবং সেদেশের প্রেসিডেন্টকে অপহরণের ক্ষেত্রে মার্কিন পদক্ষেপ জঙ্গলের আইনের মতো। এমনও হতে পারে যে মাদুরোর সাথে যা ঘটেছে তা কলম্বিয়ার রাষ্ট্রপতির সাথেও ঘটবে।"

মিশরীয় এই গবেষক সতর্ক করে বলেন: আমেরিকা কিছু দেশকে তার নিয়ন্ত্রণে ও আধিপত্যের অধীনে আনতে চায়। আশা করা হচ্ছে যে আরব অঞ্চলের আগে ল্যাটিন আমেরিকাকে লক্ষ্যবস্তু করা হবে।"

লক্ষণীয় যে, শনিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ করে দেশটির প্রেসিডেন্টকে অপহরণ করে। ওই পাশবিক ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ঝড় তোলে।

ভেনিজুয়েলার সরকার এই পদক্ষেপকে "সামরিক আক্রমণ" বলে অভিহিত করেছে এবং জরুরি অবস্থা ঘোষণা করার সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানায়।

একই সময়ে, কিছু মার্কিন মিত্রসহ বেশ কয়েকটি দেশ সতর্কতার সাথে আন্তর্জাতিক আইনের নীতি এবং জাতিসংঘের সনদের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

ইরান, রাশিয়া এবং আরও বেশ কয়েকটি দেশ ওয়াশিংটনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ব্যবস্থার ওপর এর পরিণতির ব্যাপারে সতর্ক করেছে।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন