তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা: নিহত ৩০, আহত ৯৪
তুরস্কে বিয়ের অনুষ্ঠানে ন্যক্কারজনক বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানতেপে এ বোমা হামলা চালানো হয়েছে।
সিরিয়ার সীমান্ত সংলগ্ন প্রদেশটির সাহিনবে জেলায় এ বোমা হামলা হয়েছে। ডেপুটি গভর্নর মেহমুদ সিমসেক বলেছেন, হামলাটি আত্মঘাতী ছিল বলে ধারণা করা হচ্ছে।
ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র এক সংসদ সদস্য হামলার জন্য তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে দায়ী করেছেন। অবশ্য কেউ কেউ এ হামলায় কুর্দি গেরিলারা জড়িত থাকতে বলেও মন্তব্য করেছেন।
গত মাসের ব্যর্থ অভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে যখন ব্যাপক তৎপরতা চলছে তখন নতুন করে এ বোমা হামলার ঘটনা ঘটল।
গত বছর থেকে তুর্কি ধারাবাহিক বোমা হামলা শিকার হচ্ছে। দায়েশ বা কুর্দি সন্ত্রাসীরা এ সব বোমা হামলা চালিয়েছে। গত জুনে ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমান বন্দরে তুরস্কের সবচেয়ে মারাত্মক রক্তক্ষয়ী বোমা ও বন্দুক হামলা হয়েছে। হামলায় ৪০ জনের বেশি নিহত এবং ২০ জন আহত হয়েছিল। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল এ হামলা জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/২১