পাক সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে আড়িপেতেছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা
https://parstoday.ir/bn/news/world-i17755-পাক_সেনাকর্মকর্তাদের_বিরুদ্ধে_আড়িপেতেছে_মার্কিন_জাতীয়_নিরাপত্তা_সংস্থা
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএনএস পাকিস্তানের বিরুদ্ধে আড়িপেতেছে। দেশটির সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দের বিরুদ্ধে আড়িপাতার জন্য পাকিস্তানের জাতীয় টেলিকম্যুনিকেশন করপোরেশন বা এনটিসি’তে সাইবার হামলা করেছে এনএসএ হ্যাকাররা। অনলাইন নিউজ পোর্টাল দ্যা ইন্টারসেপ্ট এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২১, ২০১৬ ১২:৪২ Asia/Dhaka
  • পাক সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে আড়িপেতেছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএনএস পাকিস্তানের বিরুদ্ধে আড়িপেতেছে। দেশটির সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দের বিরুদ্ধে আড়িপাতার জন্য পাকিস্তানের জাতীয় টেলিকম্যুনিকেশন করপোরেশন বা এনটিসি’তে সাইবার হামলা করেছে এনএসএ হ্যাকাররা। অনলাইন নিউজ পোর্টাল দ্যা ইন্টারসেপ্ট এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, এর আগে কখনো প্রকাশিত হয়নি এমন কিছু নথি ফাঁস হওয়ার পরই এ বিষয়টি উঠে এসেছে। রাশিয়ায় আশ্রয়গ্রহণকারী এনএসএ’র সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওর্য়াড স্নোডেন এ সব নথি ফাঁস করেছেন। প্রকাশিত নথিতে দেখা যায়, ২০১৩ সালে এনএসএ দম্ভ করে বলছে যে তারা পাকিস্তানের কম্পিউটার ব্যবস্থার বিরুদ্ধে সফল সাইবার হামলা চালাতে সক্ষম হয়েছে।

পাকিস্তানের  জাতীয় টেলিকম্যুনিকেশন কর্পোরেশন বা এনটিসি’র বিরুদ্ধে সাইবার হামলা চালাতে সেকেন্ডডেট নামের একটি কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করেছে এনএসএ’র হ্যাকাররা। এনটিসি’র ভিআইপি ডিভিশনের বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছিল।  

এনএসএ’র নথিতে এ সম্পর্কে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দের মধ্যে নিরাপদে যোগাযোগের রক্ষার কাজে এ ডিভিশনকে মেরুদণ্ড হিসেবে মনে করা হয়।

এ ছাড়া, আড়িপাতা এবং কম্পিউটার থেকে তথ্য হাতিয়ে নেয়ার কাজে ফক্সঅ্যাসিড নামের আরেকটি ম্যালওয়্যারও ব্যবহার করেছে এনএসএ। অবশ্য, এরআগে স্নোডেনের ফাঁস করা নথিতে ফক্সঅ্যাসিড ‘এর উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২১