হজের মূল আনুষ্ঠানিকতা শুরু: আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ উপলক্ষে সারা বিশ্বের প্রায় ১৫ লাখ হাজি আজ আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে মহান প্রভুর দরবারে তার উপস্থিতি ঘোষণা করছেন-‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নিয়ামাতা, লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাকা।’
অর্থাৎ হাজির হে আল্লাহ হাজির, আপনার মহান দরবারে হাজির। আপনার কোনো শরিক নেই। সব প্রশংসা, নিয়ামত এবং সব রাজত্ব আপনারই।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া হজযাত্রীরা সব ভেদাভেদ ভুলে আজ মহান আল্লাহর ডাকে সমবেত হচ্ছেন এখানে। এই সেই আরাফাতের ময়দান যেখানে দাঁড়িয়ে মহানবী হযরত মুহাম্মদ (স.) মুসলিম উম্মাহর জন্য সামগ্রিক দিক-নির্দেশনামূলক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি বুকে ধরে হজযাত্রীরা এখানে ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেবেন সূর্যাস্ত পর্যন্ত। এই ময়দানে আজ তারা একসঙ্গে আদায় করবেন যোহর ও আসরের নামাজ। তার আগে খুৎবা দেয়া হবে পবিত্র মসজিদে নামিরা থেকে। এখানে আজ সবাই মিলে এক মুসলিম জাতি। সবাই এক আল্লাহর অতিথি। আরাফাতের ময়দানে সমবেত হওয়া ও সেখানকার ধর্মীয় রীতিনীতি পালন করাকেই হজের প্রধান অংশ বলা হয়। তাই এ দিনকে হজের দিন বলা হয়। আজ দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত হজযাত্রীরা অবস্থান করবেন এখানে।
পবিত্র ইদুল আযহার একদিন আগে অর্থাৎ আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৯ তারিখে আরাফাত দিবস পালিত হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে যাওয়া হজযাত্রীরা চলতি সপ্তাহে পবিত্র কাবা শরীফে প্রাথমিক আনুষ্ঠানিকতা সেরে শনিবার আরাফাতের ময়দানের দিকে রওয়ানা দেন। মিনাতে রাতযাপন করে তারা দীর্ঘপথ পাড়ি দিয়ে আরাফাতের ময়দানে পৌঁছান। প্রায় ১,৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মাদ (স)ও একই আনুষ্ঠানিকতা পালন করেছিলেন।
তিন দশকের বেশি সময় পর এবারই প্রথম সৌদি আরবের ওয়াহাবি মতবাদে বিশ্বাসী গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আশ-শেখ আরাফাতের ময়দানে খুৎবা দিচ্ছেন না। সৌদি আরবের বাধার কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মুসলমানরা এবার হজে যেতে পারেন নি। গত বছর সিরিয়া ও ইয়েমেনের মুসলামানদেরকে হজে যেতে বাধা দিয়েছিল রাজতান্ত্রিক সৌদি সরকার।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১