হিলারির প্রতি সমর্থন ব্যক্ত করলেন জর্জ বুশ সিনিয়র
https://parstoday.ir/bn/news/world-i20743-হিলারির_প্রতি_সমর্থন_ব্যক্ত_করলেন_জর্জ_বুশ_সিনিয়র
রিপাবলিকান দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডাব্লিউ. বুশ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৬ ০৯:২৮ Asia/Dhaka
  • সিনিয়র বুশ
    সিনিয়র বুশ

রিপাবলিকান দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডাব্লিউ. বুশ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

বুশের ঘনিষ্ঠ সূত্র মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছেন। এসব সূত্র থেকে আরো বলা হয়েছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবারই প্রথম ক্লিনটনের পক্ষে ভোট দেয়ার ইচ্ছা ব্যক্ত করেন নি জর্জ বুশ সিনিয়র।

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ক্যাথালিন কেনেডি টাউনসেন্ড নিজ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হিলারিকে ভোট দেয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডাব্লিউ. বুশ। নিজ দলীয় প্রার্থী ডোনাল্ড ট্র্যাম্পকে সমর্থন করবেন না বলে গত মে মাসেই ঘোষণা দিয়েছিলেন ৯২ বছর বয়সী বুশ।

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, ফ্লোরিডার সাবেক গভর্নর এবং ২০১৬'র সাবেক প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী জেব বুশসহ গোটা বুশ পরিবার গত মাসে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে অনুপস্থিত ছিলেন। এ কনভেনশনে দলের পক্ষ থেকে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২১