সৌদি-বিরোধী বিলে ভেটো দিলেন ওবামা
-
প্রেসিডেন্ট বারাক ওবামা
আমেরিকায় ৯/১১’র হামলার ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে পাস হওয়া বিলে ভেটো দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ বিলে বলা হয়েছিল-৯/১১’র হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবে।
বিলে ভেটো দেয়ার পর ওবামা গতকাল (শুক্রবার) বলেছেন, “এ বিল আইনে পরিণত হলে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বিচার’ সংক্রান্ত আইন অকার্যকর হয়ে পড়বে এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা ও মিত্রদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। বিলটি নিয়ে এরইমধ্যে আমাদের মিত্র ও অংশীদারেরা তাদের মারাত্মক উদ্বেগের কথা জানিয়েছেন।” এ বিল আইনে পরিণত হলে ৯/১১’র হামলার শিকার পরিবারগুলো ন্যায়বিচার পাবে না বলেও ওবামা মন্তব্য করেন। তিনি বলেন, বিলটি মার্কিন নাগরিকদের নিরাপত্তা সুপ্রতিষ্ঠিত করবে না।
এর আগে, গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন এ বিলে ভেটো দিতে প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানিয়েছে। সৌদি আরবও বিলটির চরম বিরোধিতা করে আসছে। রিয়াদ বলেছে, এ বিল আইনে পরিণত হলে ৭৫০ বিলিয়ন ডলারের মার্কিন সম্পদ বিক্রি করে দেবে তারা।
এদিকে, ডেমোক্র্যাট দলের সিনেটর চাক শুমার বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ভেটো উপেক্ষা করবে সিনেট। তিনি বলেন, বিলটিতে ভেটো দেয়া অত্যন্ত হাতশাজনক এবং বিষয়টি নিয়ে দু দলই ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪