মিশরের সিনাইয়ে সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নিহত
https://parstoday.ir/bn/news/world-i23221-মিশরের_সিনাইয়ে_সন্ত্রাসীদের_হামলায়_নিরাপত্তা_বাহিনীর_৮_সদস্য_নিহত
মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপত্যকায় সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত আট সদস্য নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো এক ডজন ব্যক্তি। উগ্র তাকফিরি সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী যখন অভিযান শুরু করেছে তখন এ হতাহতের খবর এল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০১৬ ১৬:১৯ Asia/Dhaka
  • মিশরের সিনাইয়ে সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর  ৮ সদস্য নিহত

মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপত্যকায় সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত আট সদস্য নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো এক ডজন ব্যক্তি। উগ্র তাকফিরি সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী যখন অভিযান শুরু করেছে তখন এ হতাহতের খবর এল।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল (রোববার) অস্ত্রধারী সন্ত্রাসীরা উত্তর সিনাইয়ের শেখ জোয়েদ শহরের আবু তায়িলা গ্রামে নিরাপত্তা বাহিনীর একটি টহলের ওপর হামলা চালালে একজন পুলিশ কর্মকর্তাসহ চার সেনা নিহত হয়। এতে আরো আট সেনা আহত হয়েছে। এছাড়া, আল-মুকাতা গ্রামে স্নাইপারের হামলায় আরেকজন কর্মকর্তা নিহত হয়।

অন্যদিকে, আল-গোরা গ্রামে সেনাবাহিনীর বহরে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ঘটলে এক সেনা নিহত এবং আরো দুই জন আহত হয়।

এদিকে, একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, শেখ জোয়েদ শহরে একই ধরনের হামলায় আরেক পুলিশ কর্মকর্তা নিহত এবং এক সেনা আহত হয়।

গতকাল (রোববার) মিশরের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ সামির এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, সেনাবাহিনী উগ্র সন্ত্রাসী এবং নিষিদ্ধ গোষ্ঠীগুলোকে নির্মূল করার লক্ষ্যে সিনাইয়ের উত্তর এবং মধ্যাঞ্চলে বেশ কিছু এলাকায় অভিযান শুরু করেছে। সন্ত্রাসীদের অবস্থানে বোমা বর্ষণ করে সেনাবাহিনীর এসব অভিযানে মিশরীয় বিমান বাহিনী সহযোগিতা করছে বলে জানান ওই মুখপাত্র।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭