পূর্ব ইউক্রেনে নতুন করে সংঘর্ষে নিহত ৬
https://parstoday.ir/bn/news/world-i24259-পূর্ব_ইউক্রেনে_নতুন_করে_সংঘর্ষে_নিহত_৬
রাশিয়ার পূর্বাঞ্চলে রুশপন্থি অস্ত্রধারীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর সংঘর্ষে তিন বেসামরিক নাগরিকসহ ছয়জন নিহত হয়েছে। রুশপন্থিরা জানিয়েছে, গতকাল দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর কামানের গোলার আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
(last modified 2025-10-11T13:22:26+00:00 )
অক্টোবর ২৯, ২০১৬ ০৯:০৫ Asia/Dhaka
  • পূর্ব ইউক্রেনে নতুন করে সংঘর্ষে নিহত ৬

রাশিয়ার পূর্বাঞ্চলে রুশপন্থি অস্ত্রধারীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর সংঘর্ষে তিন বেসামরিক নাগরিকসহ ছয়জন নিহত হয়েছে। রুশপন্থিরা জানিয়েছে, গতকাল দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর কামানের গোলার আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এ ছাড়া, আলাদা সংঘর্ষে এক সরকারি সেনা ও দুই রুশপন্থি যোদ্ধা নিহত হয়। গুলি বিনিময়ে আহত হয় দু’পক্ষের আরো ছয়জন। ইউক্রেনের একজন সেনা মুখপাত্র রুশপন্থিদের সঙ্গে সংঘর্ষে তাদের এক সেনার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

২০১৪ সালের মার্চ মাসে ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত গণভোটের জের ধরে ওই উপত্যকা রুশ ফেডারেশনে যোগ দেয়।

তখন থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরো কয়েকটি প্রদেশে রুশপন্থি অস্ত্রধারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয় যা আজও অব্যাহত রয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত আড়াই বছরে পূর্ব ইউক্রেনের সংঘর্ষে ৯,৫০০ মানুষ নিহত ও ২১,০০০ ব্যক্তি আহত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯