মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনে সাইবার হামলার কবলে উইকিলিকস
https://parstoday.ir/bn/news/world-i25189-মার্কিন_প্রেসিডেন্ট_নির্বাচনের_দিনে_সাইবার_হামলার_কবলে_উইকিলিকস
অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসে সাইবার হামলা হয়েছে। টুইটার বার্তায় হামলার হ্যাকিং’এর কবলে পড়ার কথা নিশ্চিত করেছে উইকিলিকস। এতে অন্তত ২৪ ঘণ্টার জন্য ওয়েবসাইটে ঢোকা সম্ভব হয় নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৯, ২০১৬ ০৯:৩৬ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনে সাইবার হামলার কবলে উইকিলিকস

অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসে সাইবার হামলা হয়েছে। টুইটার বার্তায় হামলার হ্যাকিং’এর কবলে পড়ার কথা নিশ্চিত করেছে উইকিলিকস। এতে অন্তত ২৪ ঘণ্টার জন্য ওয়েবসাইটে ঢোকা সম্ভব হয় নি।

সাইবার হামলা বা হ্যাকিং’এর মাধ্যমে হিলারি ক্লিনটনের হাজার হাজার ইমেইল যখন  প্রকাশ করেছে তখন  সাইবার হামলার শিকার হলো উইকিলিকস। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তারবার্তাসহ নানা গোপন দলিল একই ভাবে প্রকাশ করে এই ওয়েবসাইট বিশ্বের নজরে চলে আসে। এবারে সাইবার হামলার কারণে হিলারি ক্লিনটনের নতুন ইমেইলগুচ্ছ প্রকাশের বিষয়টি সাময়িক ভাবে বাধাগ্রস্ত হয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিনটিতেই উইকিলিকস হ্যাকিং’এর শিকার হওয়ায় অনেকে এর মধ্যে রহস্যের গন্ধ পেতে শুরু করেছেন। মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার করতে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ জনমত গড়ার জন্য উইকিলিকস তৎপর বলে এর আগে অভিযোগ করা হয়েছে। অবশ্য এ অভিযোগ পরিষ্কার ভাষায় অস্বীকার করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। উইকিলিকসের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের কোনো অজানা তথ্য পাওয়া গেলে তাও প্রকাশ করা হবে।# 

পার্সটুডে/মূসা রেজা/১১