গণভোটে হেরে গিয়ে ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ
https://parstoday.ir/bn/news/world-i27493-গণভোটে_হেরে_গিয়ে_ইতালির_প্রধানমন্ত্রীর_পদত্যাগ
সংবিধান সংশোধনের ব্যাপারে রোববার অনুষ্ঠিত গণভোটে পরাজয়ের পর পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। রোববার গভীর রাতে এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, গণভোটের ফলাফল এবং দায়দায়িত্ব তিনি মেনে নিচ্ছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৬ ০৬:৩৯ Asia/Dhaka
  • রোববার মধ্যরাতে পদত্যাগের ঘোষণা দেন মাত্তিও রেনজি
    রোববার মধ্যরাতে পদত্যাগের ঘোষণা দেন মাত্তিও রেনজি

সংবিধান সংশোধনের ব্যাপারে রোববার অনুষ্ঠিত গণভোটে পরাজয়ের পর পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। রোববার গভীর রাতে এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, গণভোটের ফলাফল এবং দায়দায়িত্ব তিনি মেনে নিচ্ছেন।

রেনজি বলেন, সাংবিধান সংশোধনের বিরোধীদের উচিত হবে এখন দ্রুততম সময়ের মধ্যে দেশ পরিচালনার ব্যাপারে তাদের প্রস্তাব তুলে ধরা।

রোববারের গণভোটের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষিত হয়নি। তবে, ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই পরিচালিত ভোটার জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সংবিধান সংশোধন পরিকল্পনার প্রতি ৪২ থেকে ৪৬ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। অন্যদিকে এ পরিকল্পনার বিরোধিতা করেছেন  ৫৪ থেকে ৫৮ শতাংশ জনগণ।

ইতালির সিনেটের ক্ষমতা কমিয়ে কেন্দ্রীয় সরকারে ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সংবিধান সংশোধন করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী রেনজি। তিনি বলেছিলেন, তার পরিকল্পনা সফল হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। কিন্তু দেশের জনগণ তার উল্টোটা ভেবেছেন।

ভোটার জরিপের ফলাফল ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে ডলারের বিপরীতে ইউরোর দাম কমে গেছে। ইউরোভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে ইতালি। দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা সেদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ইউরোপে উদ্বেগ তৈরি হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫