আলেপ্পো পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান শেষ: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i28174-আলেপ্পো_পূর্ণ_নিয়ন্ত্রণে_অভিযান_শেষ_রাশিয়া
বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের হাত থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর মুক্ত করার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে রাশিয়া। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ ঘোষণা দিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৬ ০৭:২০ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে আলেপ্পোয় সিরিয় সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছেন ভিতালি চুরকিন
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে আলেপ্পোয় সিরিয় সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছেন ভিতালি চুরকিন

বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের হাত থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর মুক্ত করার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে রাশিয়া। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ ঘোষণা দিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন।

তিনি বলেছেন, “আমরা খবর পেয়েছি পূর্ব আলেপ্পোয় সামরিক অভিযান শেষ হয়েছে।” বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য তিনি আবার বলেন, “অভিযান শেষ হয়েছে।” পূর্ব আলেপ্পোয় সিরিয়ার সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন সেখানে বাস্তবিক অর্থে মানবিক ত্রাণ তৎপরতা শুরু করা যাবে।

রুশ রাষ্ট্রদূত বলেন, আলেপ্পোয় লুকিয়ে থাকা জঙ্গিদেরকে অবশ্যই এ নগরী ছেড়ে চলে যেতে হবে। তবে বেসামরিক নাগরিকরা নিশ্চিন্তে তাদের ঘরবাড়িতে বসবাস করবেন। তাদেরকে কোথাও যেতে হবে না।

আলেপ্পোর একাংশ এতদিন জঙ্গিদের দখলে থাকায় সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার আলোচনায় যে দোদুল্যমনতা ছিল তারও অবসান হয়েছে বলে জানান ভিতালি চুরকিন। তিনি বলেন, এখন একটি নিশ্চিত অবস্থান থেকে শান্তি আলোচনা আবার শুরু করার সময় এসেছে।

সিরিয়া বিষয়ক আলোচনা আবার শুরু করার এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, যেকোনো ধরনের শান্তি আলোচনা ও সমঝোতার প্রতি তার সংস্থার পূর্ণ সমর্থন রয়েছে। সেইসঙ্গে তিনি পূর্ব আলেপ্পোয় আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে সব পক্ষের প্রতি আহ্বান জানান।

বান কি মুন বলেন, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার প্রতি সবার আগে গুরুত্ব দিতে হবে। সেইসঙ্গে যারা আটক হয়েছে কিংবা আত্মসমর্পন করেছে তাদের সঙ্গেও আন্তর্জাতিক আইন অনুযায়ী সদয় আচরণ করতে হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪