ব্রাজিলে গ্রিক রাষ্ট্রদূতের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার; তদন্ত চলছে
https://parstoday.ir/bn/news/world-i29611-ব্রাজিলে_গ্রিক_রাষ্ট্রদূতের_অগ্নিদগ্ধ_মরদেহ_উদ্ধার_তদন্ত_চলছে
ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ি থেকে সেদেশে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূতের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৭:৪৮ Asia/Dhaka
  • গ্রিক রাষ্ট্রদূত কিরিয়াকাস আমিরিদিস
    গ্রিক রাষ্ট্রদূত কিরিয়াকাস আমিরিদিস

ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ি থেকে সেদেশে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূতের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

গ্রিক রাষ্ট্রদূত কিরিয়াকাস আমিরিদিস ক্রিসমাসের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে গতকাল গ্রিসের দূতাবাস থেকে জানানো হয়েছিল। ব্রাজিলের পুলিশ বলেছে, অগ্নিদগ্ধ ব্যক্তিই গ্রিক রাষ্ট্রদূত বলে তারা ধারণা করছেন। তবে শতভাগ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। শহরের একটি ফ্লাইওভারের নিচে পুলিশ গাড়িটির সন্ধান পায়। ঘটনা সম্পর্কে তদন্ত চলছে।

৫৯ বছর বয়সী কিরিয়াকস আমিরিদিস ক্রিসমাসের রাতে রিও ডি জেনেরিও'র একটি জনবহুল এলাকায় স্ত্রীসহ বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকেই নিখোঁজ হন তিনি। স্বামী নিখোঁজ হওয়ার খবর দূতাবাসকে জানিয়েছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী। তবে রাষ্ট্রদূতের স্ত্রী সঙ্গে থাকা অবস্থায় তিনি কিভাবে নিখোঁজ হলেন তা স্পষ্ট নয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০