আলেপ্পো নগরী পুনর্নির্মাণের পরিকল্পনা নিল সিরিয়া
https://parstoday.ir/bn/news/world-i30373-আলেপ্পো_নগরী_পুনর্নির্মাণের_পরিকল্পনা_নিল_সিরিয়া
সিরিয়ার মন্ত্রিপরিষদ দেশটির উত্তরাঞ্চলীয় সদ্যমুক্ত নগরী আলেপ্পো পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘সানা’ এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৭ ০৮:৪৬ Asia/Dhaka
  • আলেপ্পো নগরী পুনর্নির্মাণের পরিকল্পনা নিল সিরিয়া

সিরিয়ার মন্ত্রিপরিষদ দেশটির উত্তরাঞ্চলীয় সদ্যমুক্ত নগরী আলেপ্পো পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘সানা’ এ খবর দিয়েছে।

এ পরিকল্পনার আওতায় নগরীতে সব নাগরিক সুযোগ-সুবিধা আবার চালু করাসহ শিল্প, চিকিৎসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন নজরদারি করার জন্য একটি তদারকি দল গঠন করেছে দামেস্ক সরকার।

গত মাসের ২২ তারিখে সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করে, আলপ্পোতে সন্ত্রাসীদের শেষ ঘাঁটিটি ধ্বংস করা হয়েছে। এর মধ্য দিয়ে কয়েক বছরব্যাপী প্রচণ্ড যুদ্ধের পর এ নগরীর পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করে সিরিয় বাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/৮