গ্রিসে রুশ কূটনীতিককে মৃত অবস্থায় উদ্ধার: হত্যা তদন্তে পুলিশ
https://parstoday.ir/bn/news/world-i30544-গ্রিসে_রুশ_কূটনীতিককে_মৃত_অবস্থায়_উদ্ধার_হত্যা_তদন্তে_পুলিশ
গ্রিসে রাশিয়ার দূতাবাসের কন্স্যুলার বিভাগের প্রধান আন্দ্রে মালানিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গ্রিসের পুলিশ এরইমধ্যে হত্যার বিষয়ে তদন্ত শুরু করেছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জানুয়ারি ১০, ২০১৭ ১২:২৩ Asia/Dhaka
  • রুশ কন্স্যুলারের বাসভবনে ঢুকছে গ্রিক পুলিশের তদন্ত দল
    রুশ কন্স্যুলারের বাসভবনে ঢুকছে গ্রিক পুলিশের তদন্ত দল

গ্রিসে রাশিয়ার দূতাবাসের কন্স্যুলার বিভাগের প্রধান আন্দ্রে মালানিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গ্রিসের পুলিশ এরইমধ্যে হত্যার বিষয়ে তদন্ত শুরু করেছে।

প্রোটোথেমা নিউজ পোর্টাল জানিয়েছে, ৫৫ বছর বয়সী রুশ কূটনীতিক আন্দ্রে মালানিনকে গতকাল বাসভবনের বাথরুমে মৃত অবস্থায় দেখতে পান দূতাবাসের আরেক কর্মী। 

পুলিশ বলেছে, প্রথমে দেখে মনে হয়েছে স্বাভাবিক কারণেই হয়ত মারা গেছেন তিনি তবে ময়না তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে কর্তৃপক্ষ। অবশ্য, শীর্ষস্থানীয় রুশ এ কূটনীতিবিদের ঘরে কারো ঢোকার কোনো আলামত পাওয়া যায় নি। এছাড়া, তার শরীরের কোথাও আঘাতের দাগ দেখা যায় নি।

দূতাবাসের সহকর্মীরা বলেছেন, মালানিন সকালে অফিসে আসেন নি এবং তাকে টেলিফোন করেও কোনো জবাব পাওয়া যায় নি। ফলে তারা পুলিশ নিয়ে মালানিনের বাসভবনে যান। এ সময় তার অ্যাপার্টমেন্ট ভেতর থেকে চাবি দিয়ে বন্ধ পাওয়া যায়।

তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কারলভ নিহত হওয়ার তিন সপ্তাহ পর রহস্যজনকভাবে মারা গেলেন গ্রিসে নিযুক্ত রুশ কন্স্যুলার।#

পার্সটুডে/মূসা রেজা/১০