ট্রাম্পের বর্ণবাদী নীতির প্রতিবাদে অস্কার-উৎসব বর্জন করবেন ইরানি অভিনেত্রী
https://parstoday.ir/bn/news/world-i31869-ট্রাম্পের_বর্ণবাদী_নীতির_প্রতিবাদে_অস্কার_উৎসব_বর্জন_করবেন_ইরানি_অভিনেত্রী
‘অস্কার’ পুরস্কারের প্রতিযোগিতার জন্য মনোনীত ইরানি ছায়াছবি ‘দ্য সেলসম্যান'র (ফুরুশান্দেহ) অভিনেত্রী তারানেহ আলীদুস্তি বলেছেন, তিনি এ বছরের অস্কার চলচ্চিত্র উৎসব বয়কট করবেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৭ ১১:৪২ Asia/Dhaka
  • ‘অস্কার’ পুরস্কারের প্রতিযোগিতার জন্য মনোনীত ইরানি ছায়াছবি ‘দ্য সেলসম্যান’র (ফুরুশান্দেহ) অভিনেত্রী তারানেহ আলীদুস্তি
    ‘অস্কার’ পুরস্কারের প্রতিযোগিতার জন্য মনোনীত ইরানি ছায়াছবি ‘দ্য সেলসম্যান’র (ফুরুশান্দেহ) অভিনেত্রী তারানেহ আলীদুস্তি

‘অস্কার’ পুরস্কারের প্রতিযোগিতার জন্য মনোনীত ইরানি ছায়াছবি ‘দ্য সেলসম্যান'র (ফুরুশান্দেহ) অভিনেত্রী তারানেহ আলীদুস্তি বলেছেন, তিনি এ বছরের অস্কার চলচ্চিত্র উৎসব বয়কট করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইরান ও আরও কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি সম্প্রতি টুইটার ও ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্তকে ‘বর্ণবাদী এবং অগ্রহণযোগ্য’ বলে প্রতিবাদ জানিয়েছেন। তারানেহ লিখেছেন, ‘সাংস্কৃতিক কার্যক্রম এই নিষেধাজ্ঞার আওতায় থাকুক বা না থাকুক আমি ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে এ বছরের (২০১৭) অস্কার পুরস্কার প্রদানের উৎসবে যোগ দেব না।’  

দ্য সেলসম্যান ছায়াছবির অভিনেত্রী তারানেহ আলীদুস্তি, চিত্রনাট্যকার আসগর ফরহাদি ও অভিনেতা শাহাব হোসেইনি 

সম্প্রতি অস্কার উৎসবে বিদেশী ছায়াছবি বিভাগে ‘দ্য সেলসম্যান’ শীর্ষক ইরানি ছায়াছবিকে পুরস্কারের প্রতিযোগিতার জন্য বাছাই করা ৫টি বিদেশী চলচ্চিত্রের তালিকায় স্থান দেয়া হয়। ছায়াছবিটি পরিচালনা করেছেন অস্কার বিজয়ী পরিচালক আসগার ফরহাদি। ‘দ্য সেলসম্যান’ ২০১৬ সালের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে দু’টি পুরস্কার পেয়েছিল।

দ্য সেলসম্যান ছবির পোস্টারে তারানেহ আলীদুস্তি

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার জানিয়েছেন তিনি আমেরিকায় ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদানের নাগরিকদের প্রবেশ বন্ধ করতে এই সাত দেশের নাগরিকদের ভিসা দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশের ওপরও কয়েক মাসের নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে তিনি ঘোষণা করেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এরিমধ্যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই বিক্ষোভ মিছিল হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের প্রতি অন্ধ-সমর্থন ঘোষণাকারী ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নানা ধরনের কঠোর হুমকি দিয়ে আসছেন। তেহরান দখলদার ইসরাইলকে একটি অবৈধ ও বর্ণবাদী দখলদার রাষ্ট্র বলে মনে করে।

মার্কিন ধনকুবের ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় মুসলিম বিদ্বেষী নানা বক্তব্য রাখার পাশাপাশি এটাও  বলেছিলেন যে, তিনি ছয় বিশ্বশক্তির সঙ্গে দীর্ঘ আলোচনার সুবাদে অর্জিত ইরানের পরমাণু সমঝোতাকে বাতিল করবেন। প্রেসিডেন্ট পদে বিজয়ী হওয়ার পর তিনি ওই সমঝোতায় ইরানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা যুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন।   #

পার্সটুডে/মু.আ.হুসাইন/২৭