শ্রীলঙ্কায় পাহাড় সমান আবর্জনার স্তূপ ধসে ১১ ব্যক্তির মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i36272-শ্রীলঙ্কায়_পাহাড়_সমান_আবর্জনার_স্তূপ_ধসে_১১_ব্যক্তির_মৃত্যু
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পাহাড় সমান আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা আজ (শনিবার) ১১ জনে পৌঁছেছে। এছাড়া, এতে ১৪৫টি ঘর ধ্বংস হয়েছে। গতকাল এই আবর্জনা-স্তূপ ধসে পড়ে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১৫, ২০১৭ ১৮:২৫ Asia/Dhaka
  • শ্রীলঙ্কায় পাহাড় সমান আবর্জনার স্তূপ ধসে ১১ ব্যক্তির মৃত্যু

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পাহাড় সমান আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা আজ (শনিবার) ১১ জনে পৌঁছেছে। এছাড়া, এতে ১৪৫টি ঘর ধ্বংস হয়েছে। গতকাল এই আবর্জনা-স্তূপ ধসে পড়ে।

শ্রীলঙ্কার কলম্বো জাতীয় হাসপাতালের মুখপাত্র বলেছেন, নিহতদের মধ্যে ২ কিশোর-কিশোরী রয়েছে। এ দুই হতভাগার বয়স ১১ ও ১৫ বলে জানানো হয়েছে।

ওই মুখপাত্র আরো বলেন, ৯১মিটার উঁচু আবর্জনার স্তূপ ধসে পড়ার পর ২১ জনকে হাসপাতালে নেয়া হয়েছিল। ধসে পড়া আর্বজনা-স্তূপে উদ্ধার তৎপরতা এখনো চলছে। শত শত সেনা উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। মাটি সরানোর দুটি ভারি যন্ত্রও কাজে লাগানো হয়েছে।

কয়েক দিনের প্রচণ্ড বৃষ্টিপাতের পর এ আবর্জনা-স্তূপ ধসে পড়ে। এতে মোট ১৪৫টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/১৫