শ্রীলঙ্কায় পাহাড় সমান আবর্জনার স্তূপ ধসে ১১ ব্যক্তির মৃত্যু
এপ্রিল ১৫, ২০১৭ ১৮:২৫ Asia/Dhaka
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পাহাড় সমান আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা আজ (শনিবার) ১১ জনে পৌঁছেছে। এছাড়া, এতে ১৪৫টি ঘর ধ্বংস হয়েছে। গতকাল এই আবর্জনা-স্তূপ ধসে পড়ে।
শ্রীলঙ্কার কলম্বো জাতীয় হাসপাতালের মুখপাত্র বলেছেন, নিহতদের মধ্যে ২ কিশোর-কিশোরী রয়েছে। এ দুই হতভাগার বয়স ১১ ও ১৫ বলে জানানো হয়েছে।
ওই মুখপাত্র আরো বলেন, ৯১মিটার উঁচু আবর্জনার স্তূপ ধসে পড়ার পর ২১ জনকে হাসপাতালে নেয়া হয়েছিল। ধসে পড়া আর্বজনা-স্তূপে উদ্ধার তৎপরতা এখনো চলছে। শত শত সেনা উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। মাটি সরানোর দু’টি ভারি যন্ত্রও কাজে লাগানো হয়েছে।
কয়েক দিনের প্রচণ্ড বৃষ্টিপাতের পর এ আবর্জনা-স্তূপ ধসে পড়ে। এতে মোট ১৪৫টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৫
ট্যাগ