লিবিয়ার ‘সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে’ হামলা করল মিশরের বিমান বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i38778-লিবিয়ার_সন্ত্রাসী_প্রশিক্ষণ_শিবিরে’_হামলা_করল_মিশরের_বিমান_বাহিনী
মিশরের যুদ্ধবিমানগুলো লিবিয়ার কয়েকটি ‘সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে’ হামলা করেছে। রাজধানী কায়রোতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় ২৮ কপ্টিক খ্রিস্টান নিহত হওয়ার পরই এ হামলা চালানো হলো।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মে ২৭, ২০১৭ ১২:১১ Asia/Dhaka
  • মিশরের জঙ্গিবিমান
    মিশরের জঙ্গিবিমান

মিশরের যুদ্ধবিমানগুলো লিবিয়ার কয়েকটি ‘সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে’ হামলা করেছে। রাজধানী কায়রোতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় ২৮ কপ্টিক খ্রিস্টান নিহত হওয়ার পরই এ হামলা চালানো হলো।

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় নগরী দেমার প্রশিক্ষণ শিবিরগুলোর ওপর অন্তত ছয় দফা হামলা করে মিশরের বিমান। খবরে আরো দাবি করা হয়েছে, কায়রোর হামলায় এসব প্রশিক্ষণ শিবিরের লোকজন জড়িত ছিল বলে নিশ্চিত হওয়ার পরই বিমান হামলা করা হয়।

কপ্টিক খ্রিস্টানদের ওপর হামলার কয়েক ঘণ্টা পরই টেলিভিশন ভাষণে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি বলেছিলেন, মিশরের ভেতরে বা বাইরে সন্ত্রাসীদের লালন কিংবা প্রশিক্ষণ দেয়া হয় এমন কোনো শিবিরে হামলা করতে দ্বিধা করা হবে না।# 

পার্সটুডে/মূসা রেজা/২৭