থেরেসা মে'র পদত্যাগ চান ৫০ ভাগ ব্রিটিশ নাগরিক: নতুন জরিপ
https://parstoday.ir/bn/news/world-i40016-থেরেসা_মে'র_পদত্যাগ_চান_৫০_ভাগ_ব্রিটিশ_নাগরিক_নতুন_জরিপ
ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে থেরেসা মে'র সরে দাঁড়ানোর পক্ষে মত দিয়েছেন প্রায় অর্ধেক ব্রিটিশ নাগরিক। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে মে'র নেতৃত্বে ক্ষমতাসীন কনজারভেটিভ দল সংসদে আসন হারানোর কারণে তারা এমনটি চাইছেন বলে মনে করা হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০১৭ ১৯:৪৪ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী থেরেসা মে
    প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে থেরেসা মে'র সরে দাঁড়ানোর পক্ষে মত দিয়েছেন প্রায় অর্ধেক ব্রিটিশ নাগরিক। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে মে'র নেতৃত্বে ক্ষমতাসীন কনজারভেটিভ দল সংসদে আসন হারানোর কারণে তারা এমনটি চাইছেন বলে মনে করা হচ্ছে।

গতকাল (রোববার) ডেইলি মেইলে প্রকাশিত 'দি সারভেইশন পোল' শীর্ষক ওই জরিপে দেখা গেছে, ৪৯ ভাগ ব্রিটিশ নাগরিক নতুন প্রধানমন্ত্রী চান। অন্যদিকে, ৩৮ ভাগ মানুষ চাইছে থেরেসা মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করুক। 

জরিপে আরো বলা হয়েছে, ভোটারদের মধ্যে ৩৬ ভাগ মনে করেন, থেরেসা নেতা হিসেবে শক্তিশালী এবং স্থিতিশীল। অন্যদিকে, ৫০ ভাগ নাগরিক এর বিরোধিতা করেছেন।

এছাড়া, সানডে টাইমসে প্রকাশিত 'ইউগভ পোল' শীর্ষক জরিপের সাথেও এ জরিপের মিল রয়েছে।  জরিপে অংশ নেয়া ৩৮ ভাগ নাগরিক মে'র পদত্যাগ চান এবং ৩৮ ভাগ নাগরিক তার ক্ষমতায় থাকার পক্ষে মত দিয়েছেন।

সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ব্রেক্সিট আলোচনায় নিজের ক্ষমতাকে আরও সংহত করতে মধ্যবর্তী নির্বাচন দিয়েছিলেন থেরেসা মে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে তার কনজারভেটিভ পার্টি ১২টি আসন হারিয়ে এখন এককভাবে সরকার গঠনে ব্যর্থ। নির্বাচনে লেবার পার্টি আগের চেয়ে ৩০টি আসন বেশি পায়। ফলে বেশি আসন পাওয়ার আশায় মধ্যবর্তী নির্বাচন দিয়ে পার্লামেন্টে উল্টো ১২টি আসন হারান প্রধানমন্ত্রী থেরেসা মে।#

পার্সটুডে/বাবুল আখতার/১২