রাশিয়ার সঙ্গে হিলারির গোপন যোগাযোগ ছিল: হোয়াইট হাউজ
https://parstoday.ir/bn/news/world-i42030-রাশিয়ার_সঙ্গে_হিলারির_গোপন_যোগাযোগ_ছিল_হোয়াইট_হাউজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তর হোয়াইট হাউজ থেকে অভিযোগ করা হয়েছে- দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে রাশিয়ার গোপন আঁতাত ছিল। মস্কোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে যখন তদন্ত চলছে তখন হিলারির বিরুদ্ধে নতুন এ অভিযোগ তোলা হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৩, ২০১৭ ১৭:১৮ Asia/Dhaka
  • হিলারি ও বিল ক্লিনটন
    হিলারি ও বিল ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তর হোয়াইট হাউজ থেকে অভিযোগ করা হয়েছে- দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে রাশিয়ার গোপন আঁতাত ছিল। মস্কোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে যখন তদন্ত চলছে তখন হিলারির বিরুদ্ধে নতুন এ অভিযোগ তোলা হলো।

গতকাল (বুধবার) ক্যামেরার বাইরে প্রেস ব্রিফিংয়ের সময় হোয়াউট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত বাদ দিয়ে তদন্তকারীদের উচিত- বিদেশি সরকারের সঙ্গে হিলারির পরিবারের সম্পর্ক ও ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন বা ডিএনসি’র দিকে নজর দেয়া।  

সারাহ হাকাবি বলেন, “আমরা যদি রাশিয়ার সঙ্গে কারো সম্পর্কের কথা জানতে চাই তাহলে তিনি হবেন সরাসরি হিলারি ক্লিনটন।” সারাহ জোর দিয়ে বলেন, হিলারি বিশ্বের এক-তৃতীয়াংশ ইউরেনিয়াম রাশিয়ার কাছে বিক্রি করেছেন। এ সময় তিনি কানাডার ইউরেনিয়াম কোম্পানির সঙ্গে রাশিয়ার চুক্তির কথা উল্লেখ করেন। এ কোম্পানি আমেরিকার মোট উত্তোলনযোগ্য ইউরেনিয়ামের এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে।  বিষয়টি নিয়ে ২০১৬ সালে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল। ২০৯ থেকে ২০১৩ সালে কোম্পানিটির সঙ্গে রাশিয়ার চুক্তি হয় এবং সে সময় হিলারি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কানাডার ওই কোম্পানির চেয়ারম্যানের পারিবারিক একটি ফাউন্ডেশন ক্লিনটন ফাউন্ডেশনে ২৩ লাখ ৫০ হাজার ডলার অনুদান দিয়েছিল। এছাড়া, চুক্তি সইয়ের পরপরই হিলারির স্বামী বিল ক্লিনটন রাশিয়ায় একটি বক্তৃতা দেন যার জন্য রুশ বিনিয়োগ ব্যাংক তাকে পাঁচ লাখ ডলার দিয়েছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩