তুরস্কের দুই কুর্দি সংসদ সদস্য বরখাস্ত
https://parstoday.ir/bn/news/world-i42966-তুরস্কের_দুই_কুর্দি_সংসদ_সদস্য_বরখাস্ত
তুরস্কের পার্লামেন্ট সেদেশের দু’জন কুর্দি সংসদ সদস্যকে বরখাস্ত করেছে। সরকার পিপলস ডেমোক্র্যাটিক পার্টি’র ওই দুই সংসদ সদস্যর বিরুদ্ধে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের সঙ্গে যোগসাজশের অভিযোগ আনার পর এ ব্যবস্থা নিল তুর্কি সংসদ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৮, ২০১৭ ০৭:১৯ Asia/Dhaka
  • বরখাস্ত দুই সংসদ সদস্য তুগবা হেজার (ডানে) ও ফয়সাল সারিলদিজ
    বরখাস্ত দুই সংসদ সদস্য তুগবা হেজার (ডানে) ও ফয়সাল সারিলদিজ

তুরস্কের পার্লামেন্ট সেদেশের দু’জন কুর্দি সংসদ সদস্যকে বরখাস্ত করেছে। সরকার পিপলস ডেমোক্র্যাটিক পার্টি’র ওই দুই সংসদ সদস্যর বিরুদ্ধে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের সঙ্গে যোগসাজশের অভিযোগ আনার পর এ ব্যবস্থা নিল তুর্কি সংসদ।

বৃহস্পতিবার তুর্কি পার্লামেন্টে এক ভোটাভুটির মাধ্যমে তুগবা হেজার ও ফয়সাল সারিলদিজের সংসদ সদস্যপদ কেড়ে নেয়া হয়।

পার্লামেন্টের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি'র আরেক সংসদ সদস্য ফিলিজ কেরেসতেজিওগ্লু বলেন, তার দল এ ধরনের পদক্ষেপে রাজনৈতিক তৎপরতা স্থগিত করবে না। তিনি আরো বলেন, “পার্লামেন্ট হোক বা কারাগার হোক আমরা যেকোনো স্থানে বসে রাজনীতি করার জন্য প্রস্তুত রয়েছি।”

৫৫০ আসনবিশিষ্ট তুরস্কের পার্লামেন্টে এইচডিপি’র ৫৫টি আসন রয়েছে। পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলটি পিকেকে’র সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রক্ষা করার কথা অস্বীকার করেছে। তুরস্কে ২০১৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে এইচডিপি ৫৯টি আসন পেয়েছিল। কিন্তু পরে নানা অজুহাতে দলটির চার সাংসদের সদস্যপদ কেড়ে নেয়া হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮