মিশরে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩৬
https://parstoday.ir/bn/news/world-i43962-মিশরে_ট্রেন_দুর্ঘটনা_নিহত_৩৬
মিশরের উপকূলীয় আলেকজান্দ্রিয়া শহরে শুক্রবার দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত ও ১২৩ জন যাত্রী আহত হয়েছে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১২, ২০১৭ ০২:০৭ Asia/Dhaka
  • দুর্ঘটনায় পড়া  ট্রেনের অংশবিশেষ
    দুর্ঘটনায় পড়া ট্রেনের অংশবিশেষ

মিশরের উপকূলীয় আলেকজান্দ্রিয়া শহরে শুক্রবার দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত ও ১২৩ জন যাত্রী আহত হয়েছে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি ট্রেনের অংশবিশেষ দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনা কবলিত ট্রেন দুটির মধ্যে একটি রাজধানী কায়রো থেকে আসছিল এবং অন্যটি পোর্ট সাঈদ শহর থেকে।

আলেকজান্দ্রিয়া শহরের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান ড. মুহাম্মাদ আবু হোমস জানান, হতাহতদের সংখ্যা বাড়তে পারে।

মিশরের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রেল লাইনের ওপর একটি ট্রেন অচল হয়ে গেলে সম্ভবত এ দুর্ঘটনা ঘটেছে। মিশরের রেলওয়ে খাতে নিরাপত্তার ব্যবস্থাপনার বিষয়ে খুবই দুর্বল রেকর্ড রয়েছে এবং প্রায় প্রতি বছরই দেশটিতে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটে। তবে ২০০২ সালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩৬০ জন নিহত হয়েছিল।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২