টেক্সাসে ‘ভয়ঙ্কর’ ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে নিহত ৪৪, ইরানের শোক
-
ভয়ঙ্কর হারিকেন হার্ভের আঘাতের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ।
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে অন্তত ৪৪ জন নিহত হয়েছে এবং দশ লাখেরও বেশি অধিবাসীকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৪৮০ কিলোমিটার এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভয়ঙ্কর হারিকেন হার্ভের আঘাতের ফলে হাস্টন শহরের ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত বেইমোন্ট শহরে খাবার পানির সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মার্কিন পুলিশ এবং সেনাবাহিনী গতকাল (বৃহস্পতিবার) থেকে টেক্সাসের বিভিন্ন এলাকায় আটকে পড়া হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এদিকে, টেক্সাসের ৭,৭৯,০০০ জন অধিবাসীকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়েছে এবং ঘুর্ণিঝড়ে সৃষ্ট বন্যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কায় ৯,৮০,০০০ জন স্বেচ্ছায় তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে সংবাদ মাধ্যমে খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে অন্তত ৪৪ ব্যক্তি নিহত বা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, আরো ১৯ ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। প্রায় ১,৮৯,০০০টি বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বিদ্যূত নেই এবং ১,০০,০০০টি বাড়িঘর বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
এদিকে, ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকার টেক্সাসে ভয়াবহ ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞ সৃষ্টি হওয়ায় মার্কিন সরকার এবং ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এই শোক বার্তা পাঠিয়েছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/১