একক পতাকাতলে সমবেত হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i51521-একক_পতাকাতলে_সমবেত_হচ্ছে_উত্তর_ও_দক্ষিণ_কোরিয়া
দুই চিরশত্রুভাবাপন্ন দেশ উত্তর ও দক্ষিণ কোরিয়া আসন্ন শীতকালীন অলিম্পিকে একক পতাকা নিয়ে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৮ ০৭:০২ Asia/Dhaka
  • দুই কোরিয়ার ক্রীড়ামোদী দর্শকরাই প্রথম একক পতাকা প্রদর্শন করে
    দুই কোরিয়ার ক্রীড়ামোদী দর্শকরাই প্রথম একক পতাকা প্রদর্শন করে

দুই চিরশত্রুভাবাপন্ন দেশ উত্তর ও দক্ষিণ কোরিয়া আসন্ন শীতকালীন অলিম্পিকে একক পতাকা নিয়ে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এই অলিম্পিকে উত্তর কোরিয়া অংশগ্রহণ করবে কিনা- বুধবার দুই দেশের মধ্যে সে সংক্রান্ত আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজম গ্রামে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশ মহিলাদের আইস হকি প্রতিযোগিতায় একক টিম নামানোরও সিদ্ধান্ত নিয়েছে।

দুই কোরিয়ার ‘একক পতাকা’ হচ্ছে একটি অনানুষ্ঠানিক পতাকা যা দুই দেশের মধ্যে কোনো ক্রীড়া প্রতিযোগিতার সময় তাদের সমর্থকরা প্রদর্শন করে থাকেন।  ১৯৯১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় দুই কোরিয়া মিলে একটি একক টিম পাঠানোর সিদ্ধান্ত নিলে প্রথমবারের মতো গ্যালারিতে এই পতাকা প্রদর্শিত হয়।

দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং শহরে আগামী ৯ ফেব্রুয়ারি শীতকালীন অলিম্পিক শুরু হবে এবং তা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮