অস্ট্রিয়ায় পাক দূতাবাসের সেনা সদস্য নিখোঁজ: 'শত্রুদের হাতিয়ারে পরিণত?'
অস্ট্রিয়ায় পাকিস্তান দূতাবাসের এক সেনা সদস্য দেশটির জন্য গুরুত্বপূর্ণ নথিপত্রসহ নিখোঁজ হয়ে গেছেন। এ সেনা সদস্যকে পাঁচ মাস আগে অস্ট্রিয়ার দূতাবাসের কারণিক পদে নিয়োগ দেয়া হয়েছিল।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের টারনোল থানায় এ সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছে। এতে নিখোঁজ ব্যক্তিকে পাক সেনাবাহিনীর একজন সিপাই হিসেবে উল্লেখ করা হয়। গত আগস্ট মাসে তাকে পাক দূতাবাসটির কারণিক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। একই সঙ্গে পাক প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সিপাইকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল। এফআইআরে এ দায়িত্বকে 'গুরুত্বপূর্ণ এবং পাকিস্তানের সার্বভৌমত্বের বিষয়ে স্পর্শকাতর' হিসেবে উল্লেখ করা হয়।
গত মাসের ২ তারিখ থেকে তিনি নিখোঁজ বলে এতে উল্লেখ করা হয়েছে। দূতাবাসে খোঁজ নিয়ে দেখা গেছে একই সঙ্গে স্পর্শকাতর তথ্য সংবলিত গুরুত্বপূর্ণ নথিপত্রেরও কোনো হদিস নেই।
এদিকে, তার স্ত্রী দাবি করেছেন, পুরোপুরি স্বেচ্ছায় তার স্বামী দূতাবাস ত্যাগ করেছেন এবং পাঁচ বছর পরে ফিরে আসবেন তিনি। নিজ মা-বাবা, ভাই এবং স্ত্রীর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন তিনি। তবে এ সংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর বিষয়টি এড়িয়ে চলছেন তারা।
নিখোঁজ সিপাই পাকিস্তানের শত্রুদের হাতিয়ারে সে পরিণত হয়েছে বলে এফআইআরে আশংকা ব্যক্ত করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৪