রোহিঙ্গা শিশুদের মিয়ানমারে ফেরানোর পরিবেশ সৃষ্টি করুন: ইউনিসেফ
(last modified Thu, 25 Jan 2018 11:26:54 GMT )
জানুয়ারি ২৫, ২০১৮ ১৭:২৬ Asia/Dhaka
  • মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের বেশিরভাগই হল শিশু
    মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের বেশিরভাগই হল শিশু

জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফ রোহিঙ্গা শিশু উদ্বাস্তুদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানোর আহ্বান জানিয়েছে।

ইউনিসেফের সহকারী নির্বাহী পরিচালক জাস্টিন ফোরসাইট গতকাল (বুধবার) এ প্রসঙ্গে বলেছেন, শতকরা ৫৮ শতাংশ রোহিঙ্গা উদ্বাস্তুই শিশু; তাদের বেশিরভাগই সহিংসতা দেখতে পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পর ইউনিসেফের উচ্চপদস্থ এই কর্মকর্তা বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা উদ্বাস্তুদের ফেরাতে হবে স্বেচ্ছায় এবং  নিরাপত্তা ও মর্যাদাসহ।

গত বছরের আগস্টের শেষের দিকে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা অভিযান শুরু করে দেশটির  উগ্র বৌদ্ধ ও সরকারি  সশস্ত্র বাহিনী। এ অভিযানে নিহত হয় ৮ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং আহত হয় আরও ৮ হাজার। গণহত্যা এড়াতে দেশটির লাখ লাখ মুসলমান বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

জাতিসংঘ বলেছে, মিয়ানমারের সশস্ত্র বাহিনী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে।    # 

পার্সটুডে/এমএএইচ/২৫