ফ্লোরিডার হাইস্কুলে বহিষ্কৃত ছাত্রের হামলা: অন্তত ১৭ জন নিহত
https://parstoday.ir/bn/news/world-i53019-ফ্লোরিডার_হাইস্কুলে_বহিষ্কৃত_ছাত্রের_হামলা_অন্তত_১৭_জন_নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ড শহরের একটি হাই স্কুলে সাবেক এক ছাত্রের গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ০৭:১০ Asia/Dhaka
  • ঘাতক নিকোলাস ক্রুজকে অক্ষত অবস্থায় আটক করে পুলিশ
    ঘাতক নিকোলাস ক্রুজকে অক্ষত অবস্থায় আটক করে পুলিশ

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ড শহরের একটি হাই স্কুলে সাবেক এক ছাত্রের গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছে।

পুলিশ বলেছে, ১৯ বছর বয়সি ঘাতক ছাত্রের নাম নিকোলাস ক্রুজ এবং তাকে স্কুল থেকে বহিষ্কারের পর প্রতিশোধ নিতে সে এই জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ

ঘাতক ক্রুজ প্রথমে স্কুলের ফায়ার এলার্ম অন করে দেয় এবং এর ফলে শিক্ষার্থীরা যখন আতঙ্কে ছোটাছুটি শুরু করে তখন সে তাদের ওপর স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে গুলি চালায়। এ ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি অন্তত একজন শিক্ষক এবং একজন স্কুলকর্মী নিহত হয়েছেন।

দক্ষিণ ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টির পুলিশ প্রধান স্কট ইসরাইল সাংবাদিকদের জানিয়েছেন, ঘাতক ছাত্র ক্রুজের হাতে একটি স্বয়ংক্রিয় এআর-১৫ রাইফেল এবং গুলিভর্তি অসংখ্য ম্যাগজিন ছিল।

স্কুলের আঙিনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা চলছে (হেলিকপ্টার থেকে নেয়া ছবি)

গুলিবর্ষণ শুরু হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ক্রুজকে আটক করতে সক্ষম হয়। আকাশ থেকে নেয়া ছবিতে স্কুলের আঙিনায় আহত ছাত্রদের প্রাথমিক চিকিৎসা দিতে এবং শিক্ষার্থীদেরকে লাইন বেধে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫