ব্রাসেলসে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জনতার বিক্ষোভ: ইয়েমেন যুদ্ধ বন্ধের দাবি
https://parstoday.ir/bn/news/world-i53455-ব্রাসেলসে_সৌদি_পররাষ্ট্রমন্ত্রীর_বিরুদ্ধে_জনতার_বিক্ষোভ_ইয়েমেন_যুদ্ধ_বন্ধের_দাবি
ইউরোপীয় পার্লামেন্ট থেকে বের হবার সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের পথ রোধ করেছে বিক্ষুব্ধ জনতা। ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের সামনে যুদ্ধ বিরোধী কর্মীদের একটি গ্রুপ সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ওই বিক্ষোভ দেখায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১৫:৫৯ Asia/Dhaka
  • সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের (ফাইল ফটো)
    সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের (ফাইল ফটো)

ইউরোপীয় পার্লামেন্ট থেকে বের হবার সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের পথ রোধ করেছে বিক্ষুব্ধ জনতা। ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের সামনে যুদ্ধ বিরোধী কর্মীদের একটি গ্রুপ সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ওই বিক্ষোভ দেখায়।

আল-আলম টিভি চ্যানেল জানিয়েছে, সাইবার কর্মীরা একটি ছবি প্রকাশ করেছে যাতে জুবায়েরকে যদ্ধাপরাধী বলে অভিহিত করা হয়েছে।

বিক্ষোভকারীরা ইয়েমেন থেকে সৌদি আগ্রাসী সেনাদের ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গীরা জুবায়েরকে পার্লামেন্টের প্রধান ফটক দিয়ে বের না হবার অনুরোধ জানায়। কিন্তু বিক্ষোভকারীরা পার্লামেন্টের পেছনের দরোজাতেও সৌদি মন্ত্রীর অপেক্ষায় সমবেত হয়েছিল।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তারা ইয়েমেনের ওপর জল স্থল এবং আকাশপথে অবরোধ আরোপ করে রেখেছে।সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত কমপক্ষে ১৩,৬০০ নিরীহ মানুষ মারা গেছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৩