গৌতায় নুসরার বিরুদ্ধে কিছুই করছে না আমেরিকা: মস্কোর অভিযোগ
https://parstoday.ir/bn/news/world-i53507-গৌতায়_নুসরার_বিরুদ্ধে_কিছুই_করছে_না_আমেরিকা_মস্কোর_অভিযোগ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার পূর্ব গৌতায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম বা আন- নুসরার বিরুদ্ধে কিছুই করছে না আমেরিকা। পূর্ব গৌতায় এ গোষ্ঠী সবচেয়ে বেশি সহিংসতায় লিপ্ত।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১২:৩২ Asia/Dhaka
  • আন-নুসরা সন্ত্রাসীদের ফাইল ফটো
    আন-নুসরা সন্ত্রাসীদের ফাইল ফটো

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার পূর্ব গৌতায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম বা আন- নুসরার বিরুদ্ধে কিছুই করছে না আমেরিকা। পূর্ব গৌতায় এ গোষ্ঠী সবচেয়ে বেশি সহিংসতায় লিপ্ত।

মার্কিন সরকারের সমালোচনা করে ল্যাভরভ বলেন, “পূর্ব গৌতায় প্রধান সমস্যা হচ্ছে নুসরা গোষ্ঠী অথচ সিরিয়া সরকারের সমালোচকরা বা অভিযোগকারীরা সবাইকে সমান করে দেখছে। জাবহাত নুসরাকে তারা স্পর্শ পর্যন্ত করছে না।” উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভের সঙ্গে গতকাল (শুক্রবার) রাজধানী মস্কোয় যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ এসব কথা বলেন।

সের্গেই ল্যাভরভ

তিনি আরো বলেন, “মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নুসরা সন্ত্রাসীদেরকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে দেখছে বলে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। যদিও আমরা বিষয়টি নিয়ে মার্কিন বন্ধুদের দৃষ্টি আাকর্ষণ করেছি কোনো আমাদের বক্তব্যের কোনো ফলাফল এ পর্যন্ত দেখি নি।”

গত কিছুদিন ধরে গৌতা এলাকা থেকে সন্ত্রাসীরা রাজধানী দামেস্কের ওপর ব্যাপকমাত্রায় মর্টার হামলা চালাচ্ছে যাতে বহু সংখ্যক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এর বিরুদ্ধে সিরিয়া সরকার বাধ্য হয়ে বিমান হামলা চালিয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা করা হচ্ছে কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার কোনো উদ্যোগ নেই।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪