শ্রীলংকায় মুসলমানদের দোকানপাটে উগ্র বৌদ্ধদের হামলা
https://parstoday.ir/bn/news/world-i53733-শ্রীলংকায়_মুসলমানদের_দোকানপাটে_উগ্র_বৌদ্ধদের_হামলা
শ্রীলংকার পুর্বাঞ্চলীয় 'আমপারা' শহরে মুসলমানদের ওপর হামলা চালিয়েছে উগ্র বৌদ্ধরা। এর ফলে অন্তত পাঁচজন মুসলমান আহত হয়েছে। এছাড়া কয়েকটি দোকান ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ২০:১৪ Asia/Dhaka
  • শ্রীলংকায় মুসলমানদের দোকানপাটে উগ্র বৌদ্ধদের হামলা

শ্রীলংকার পুর্বাঞ্চলীয় 'আমপারা' শহরে মুসলমানদের ওপর হামলা চালিয়েছে উগ্র বৌদ্ধরা। এর ফলে অন্তত পাঁচজন মুসলমান আহত হয়েছে। এছাড়া কয়েকটি দোকান ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ।

শ্রীলংকার পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। গত সোমবার রাতে হামলার ঘটনা ঘটলেও খবরটি দেরিতে গণমাধ্যমে এসেছে। 

মুসলমানদের একটি দোকানের খাবার সম্পর্কে গুজব রটিয়ে সেখানে হামলা চালানো হয় বলে জানা গেছে। পুলিশ বলেছে, ওই ঘটনা সম্পর্কে তদন্ত চলছে। ঘটনার পর পুলিশ স্থানীয় রাজনীতিবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে একটি বৈঠক করেছেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা সেখানে শান্তি বজায় রাখার পক্ষে মত দিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮