মালদ্বীপে ৪৫ দিন পর জরুরি অবস্থা প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট ইয়ামিন
(last modified Thu, 22 Mar 2018 13:01:39 GMT )
মার্চ ২২, ২০১৮ ১৯:০১ Asia/Dhaka
  • মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন
    মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন

৪৫ দিন পর জরুরি অবস্থা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর সরকার বিরোধী বিক্ষোভ বন্ধ করার উদ্দেশ্যে ওই জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

গত ফেব্রুয়ারি মাসে মালদ্বীপের সুপ্রিম কোর্ট সেদেশের নয়জন বিরোধী রাজনৈতিক নেতার বিরুদ্ধে নিম্ন আদালতের শাস্তি রহিত করে তাদেরকে মুক্তি দেয়ার জন্য ইয়ামিন সরকারকে নির্দেশ দেয়। ওই রায়ের জের ধরে দেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর ৫ ফেব্রুয়ারি ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়।

পরবর্তীতে পার্লামেন্টের অনুমোদন নিয়ে প্রেসিডেন্ট ইয়ামিন আরো ৩০ দিনের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে দেন।

আজ (বৃহস্পতিবার) প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের জাতীয় নিরাপত্তার প্রতি কিছু হুমকি থাকা সত্ত্বেও গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো।

গত দেড় মাসের জরুরি অবস্থার সময় ইয়ামিন প্রশাসন সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আরেকজন বিচারপতি এবং সর্বোচ্চ আদালতের একজন কর্মকর্তাকে আটক করে। তাদের বিরুদ্ধে সরকার ফেলে দেয়ার প্রচেষ্টার অভিযোগ আনা হয়; যদিও তারা সবাই এ অভিযোগ অস্বীকার করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২

 

 

ট্যাগ