আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত; নিহত অন্তত ২৫৭
এপ্রিল ১১, ২০১৮ ১৬:১৪ Asia/Dhaka
আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৫৭ জন নিহত হয়েছে। আজ (বুধবার) সকালে রাজধানী আলজিয়ার্সের বৌফারিক সামরিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। আলজেরিয়ার আল-হাদাস টেলিভিশন এসব তথ্য জানিয়েছে।
বিমানটি উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে ধোয়া বের হতে দেখা গেছে। দুর্ঘটনার পর ১৪টি অ্যাম্বুলেন্সে করে হতাহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। দেশটির টেলিভিশনে বিধ্বস্ত বিমানের ভিডিও ফুটেজ প্রচার করা হচ্ছে। বিমানটি রাজধানী থেকে 'বেচার' শহরের দিকে যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বলে জানা গেছে।
চার বছর আগে আলজেরিয়ায় আরেকটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৭৭ জন নিহত হয়েছিল।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১
ট্যাগ