মার্কিন হেলিকপ্টার থেকে গোলাবারুদের বাক্স পড়ল প্রাথমিক বিদ্যালয়ের ওপর!
https://parstoday.ir/bn/news/world-i57490-মার্কিন_হেলিকপ্টার_থেকে_গোলাবারুদের_বাক্স_পড়ল_প্রাথমিক_বিদ্যালয়ের_ওপর!
মার্কিন একটি সামরিক হেলিকপ্টার থেকে গোলাবারুদের বাক্স পড়েছে টেক্সাসের আল পাসোর একটি প্রাথমিক বিদ্যালয়ের ওপর।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৮, ২০১৮ ১৭:২৪ Asia/Dhaka
  • মার্কিন হেলিকপ্টার থেকে গোলাবারুদের বাক্স পড়ল প্রাথমিক বিদ্যালয়ের ওপর!

মার্কিন একটি সামরিক হেলিকপ্টার থেকে গোলাবারুদের বাক্স পড়েছে টেক্সাসের আল পাসোর একটি প্রাথমিক বিদ্যালয়ের ওপর।

মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদের বাক্স

গতকাল স্থানীয় সময় বিকাল পৌনে চারটার সময় পার্কল্যান্ড প্রাথমিক বিদ্যালয়ের ওপর যেয়ে পড়ে মার্কিন গোলাবারুদের বাক্স। এ বিষয়ে  পরস্পর বিরোধী খবর প্রকাশিত হয়েছে। কোনো কোনো খবরে বলা হয়েছে, হেলিকপ্টার থেকে এটি ফেলা হয়েছে। কিন্তু অন্য খবরে ভিন্ন দাবি করা হয়েছে এবং বলা হয়েছে হেলিকপ্টার থেকে খসে পড়েছে এটি।

ওই এলাকার বিদ্যালয় কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছে, ওই দিনের মতো ক্লাস শেষ হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গোলাবারুদ বোঝাই ভারি বাক্স পড়ে একটি ক্লাসের ছাদের কিছু ক্ষতি হয়েছে। পাশাপাশি ওই দিকের বিদ্যালয় ভবনেও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল।

হেলিকপ্টারটি ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটি থেকে আকাশে উড়েছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঘাঁটি কর্তৃপক্ষ।

এর আগে, জাপানের ওকিনওয়ায় তিন দফা এমন ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বিমান থেকে নানা জিনিসসহ ধাতব-ফ্রেমের জানালা জাপানি স্কুলেও ওপর খসে পড়েছে। এতে ওই এলাকায় মার্কিন ঘাঁটির পাশে অবস্থিত একটি স্কুল সব্বোর্চ সতর্ক অবস্থা ঘোষণা করা হয়। মার্কিন সামরিক হেলিকপ্টারকে স্কুলের দিকে আসতে দেখে ফেব্রুয়ারি থেকে অন্তত তিনশবার ছাত্রদের আশ্রয় নেয়ার উপদেশ দেয়া হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/১৮