তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করলেন আফগান প্রেসিডেন্ট
(last modified Sat, 30 Jun 2018 12:00:26 GMT )
জুন ৩০, ২০১৮ ১৮:০০ Asia/Dhaka
  • আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি
    আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি তালেবান গেরিলাদের সঙ্গে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন। তবে তিনি তালেবানের প্রতি পূর্ণাঙ্গ শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আশরাফ গণি বলেন, “যুদ্ধবিরতির অবসান হয়েছে এবং আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীকে সামরিক অভিযান পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।” আজ (শনিবার) রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।  

গণি দাবি করেন, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে তালেবানের সঙ্গে ১৮ দিনের একতরফা  যুদ্ধবিরতি শতকরা ৯৮ ভাগ সফল হয়েছে। এ সময় তালেবানও তিনদিন যুদ্ধবিরতি পালন করে।  

তালেবান গেরিলা

আশরাফ গণি বলেন, সরকার ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে তালেবানের যুদ্ধবিরতি ছিল তিনদিন, ওই তিনদিন গত ১৭ বছরের মধ্যে দেশে নজিরবিহীনভাবে কোনো সংঘাত হয় নি। ওই সময় তালেবান গেরিলাদেরকে পুলিশ, সেনাবাহিনী ও বেসামরিক লোকজনের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। আশরাফ গণি বলেন, যুদ্ধবিরতি প্রমাণ করে দিয়েছে, তালেবানের বড় অংশই শান্তি চায়। তিনি আরো বলেন, তালেবান প্রস্তুত হলে আমিও যেকোনো সময় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তুত আছি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০

ট্যাগ