গৌতায় রাসায়নিক হামলায় সৌদি আরব ও তুরস্ক জড়িত ছিল: মার্কিন সাংবাদিক
https://parstoday.ir/bn/news/world-i59738-গৌতায়_রাসায়নিক_হামলায়_সৌদি_আরব_ও_তুরস্ক_জড়িত_ছিল_মার্কিন_সাংবাদিক
২০১৩ সালে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত গৌতা শহরে ভয়াবহ রাসায়নিক হামলায় সৌদি আরব এবং তুরস্ক জড়িত ছিল বলে মার্কিন সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার শ্যামোর হার্শ দাবি করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০১, ২০১৮ ১৭:৪১ Asia/Dhaka
  • গৌতায় রাসায়নিক হামলায় সৌদি আরব ও তুরস্ক জড়িত ছিল: মার্কিন সাংবাদিক

২০১৩ সালে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত গৌতা শহরে ভয়াবহ রাসায়নিক হামলায় সৌদি আরব এবং তুরস্ক জড়িত ছিল বলে মার্কিন সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার শ্যামোর হার্শ দাবি করেছেন।

একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করেছে যে সিরিয়ার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন নুসরাকে সৌদি আরব এবং তুরস্ক সারিন গ্যাসের জন্য মৌলিক রাসায়নিক উপাদান সরবরাহ করেছে। আমেরিকার সাংবাদিক শ্যামোর হার্শ রাশিয়ার আরটি টেলিভিশন চ্যানেলকে এ খবর দিয়েছেন।

তিনি বলেন, "সিরিয়ার সামরিক বাহিনীর ব্যবহৃত সারিন গ্যাস এবং গৌতা শহরে হামলায় ব্যবহৃত গ্যাসের মধ্যে পার্থক্য রয়েছে।গুরুত্বপূর্ণ গোয়েন্দা প্রতিবেদন থেকে মার্কিন সরকার জানতো যে সিরিয়া এবং আন নুসরা  দু'জনের হাতেই রাসায়নিক অস্ত্র রয়েছে। তদন্তের কথা ভুলে যান। ওয়াশিংটন ঠিকই জানতো যে এই হামলা কারা চালিয়েছে। অথচ তারা কেবল একজনকে নিয়েই আলোচনায় মেতে আছে এবং তার কাঁধে দোষ চাপানোর চেষ্টা করছে।"    

২০১৩ সালের আগস্টে সিরিয়ার গৌতা শহরে চালানো ভয়াবহ রাসায়নিক হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছিল। পাশ্চ্যাত্যের দেশগুলো কোনো ধরনের তদন্ত ছাড়াই হামলার জন্য দামেস্ক সরকারকে দায়ী করে। সিরিয়া সরকার তাৎক্ষণিকভাবে সে  অভিযোগ অস্বীকার করেছিল।#

পার্সটুডে/বাবুল আখতার/১