কানাডায় তাপদাহে ৫৪ জনের মৃত্যু
(last modified Sat, 07 Jul 2018 17:57:34 GMT )
জুলাই ০৭, ২০১৮ ২৩:৫৭ Asia/Dhaka
  • কানাডায় তাপদাহে ৫৪ জনের মৃত্যু

কানাডার কুইবেক প্রদেশে প্রচণ্ড তাপদাহে ৫৪ জনের প্রাণহানি হয়েছে। তাপদাহে বেশিরভাগ মৃত্যু হয়েছে মন্ট্রিলে। সেখানে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। কুইবেকের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কুইবেকে গত এক সপ্তাহে এসব ব্যক্তি মারা গেছে। পার্শ্ববর্তী ওনটারিও প্রদেশেও তাপমাত্রা অনেক বেড়েছে। তবে সেখান থেকে এখন পর্যন্ত মৃত্যুর খবর আসে নি। 

গত ৫ জুলাই কানাডার পরিবেশ অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছিল, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হবে। কিন্তু বাতাসে আর্দ্রতা থাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয়েছে। 

বছরের এই সময়ে কুইবেকের মন্ট্রিলে সাধারণত তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আবহাওয়া বিভাগ আশা করছে, কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

অবশ্য ২০১০ সালেও মন্ট্রিলে প্রচণ্ড গরমে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছিল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭