ইসরাইলকে নরওয়ের জাহাজ আটকের কৈফিয়ত দিতে হবে
-
নরওয়ের ত্রাণবাহী জাহাজ
ফিলিস্তিনের গাজা অভিমুখী নরওয়ের মানবিক ত্রাণবাহী জাহাজ আটকের বিষয়ে ইহুদিবাদী ইসরাইলকে ব্যাখ্যা দিতে হবে। একথা বলেছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “আমরা এরইমধ্যে ইসরাইলি কর্তৃপক্ষকে জাহাজ আটকের আইনগত ভিত্তি পরিষ্কার করতে বলেছি।
নরওয়ে থেকে যাওয়া ত্রাণবাহী জাহাজ আল-আওদাকে গত রোববার ইসরাইলের সেনারা আন্তর্জাতিক পানি সীমা থেকে আটক করে নিয়ে যায়। সে সময় জাহাজটি উপকূল থেকে ৬০ নটিক্যাল মাইল দূরত্বে ছিল। জাহাজের কাপ্টেনকে গাজা উপত্যকার পরিবর্তে ইসরাইলের বন্দরে নোঙর করতে বাধ্য করা হয়।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাহাজে ২২ জন আরোহী ছিলেন এর মধ্যে নরওয়ের পাঁচ নাগরিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। জাহাজে থাকা ইসরাইলের দুই নাগরিকের দ্রুত মুক্তি দেয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে রজি হয় নি।#
পার্সটুডে/এসআইবি/১