ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লোম্বোকে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯১
https://parstoday.ir/bn/news/world-i60623-ইন্দোনেশিয়ার_পর্যটন_দ্বীপ_লোম্বোকে_শক্তিশালী_ভূমিকম্পে_নিহত_৯১
ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লোম্বোক-এ এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯১ জনের প্রাণহানি হয়েছে। রোববার রাতের এ ভূমিকম্পে আরো শত শত মানুষ আহত হন এবং জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০৬, ২০১৮ ০৭:০২ Asia/Dhaka
  • ভূমিকম্পে বিধ্বস্ত ভবন দেখছেন আতঙ্কিত মানুষ
    ভূমিকম্পে বিধ্বস্ত ভবন দেখছেন আতঙ্কিত মানুষ

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লোম্বোক-এ এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯১ জনের প্রাণহানি হয়েছে। রোববার রাতের এ ভূমিকম্পে আরো শত শত মানুষ আহত হন এবং জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে সে সতর্কতা প্রত্যাহার করা হলেও ততক্ষণে দু’টি গ্রামে সমুদ্রের পানি ঢুকে যায়।

ইন্দোনেশিয়ার জরুরি বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্মিক জরিপ বিভাগ জানিয়েছে, রিখটারস্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর প্রায় ২৪ বার আফটার শক বা ভূমকম্পণ অনুভূতি হয়েছে।

Image Caption

ভূমিকম্পে লোম্বোক দ্বীপের প্রধান শহর ‘মাতারাম’ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের জের ধরে শহরের বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শহরের প্রধান হাসপাতাল খালি করে ফেলা হয়।

লোম্বোকে গত এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় দফা ভূমিকম্প আঘাত হানল। গত ২৯ জুলাই সকালে এই পর্যটন দ্বীপে ৬.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬