সিরিয়াকে এস-৩০০ দিয়ে রাশিয়া বড় ভুল করছে: আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i64551-সিরিয়াকে_এস_৩০০_দিয়ে_রাশিয়া_বড়_ভুল_করছে_আমেরিকা
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা নিয়ে রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছে তা মস্কোর জন্য বড় রকমের ভুল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বাড়ানো ঠিক হবে না।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৬:২০ Asia/Dhaka
  • এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
    এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা নিয়ে রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছে তা মস্কোর জন্য বড় রকমের ভুল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বাড়ানো ঠিক হবে না।

গতকাল (সোমবার) বোল্টন বলেন, সিরিয়াকে এস-৩০০ দেয়ার বিষয়ে যে খবর শুনছি তা যদি সত্যি হয় তাহলে মস্কোর তা পুনর্বিবেচনা করা উচিত। এর আগের দিন মস্কো বলেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে সিরিয়াকে অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে।

জন বোল্টন

গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার আকাশে ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনীর তৎপরতার কারণে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংস হওয়ার পর মস্কো সিরিয়াকে এস-৩০০ দেয়ার সিদ্ধান্ত নেয়। বিমান ধ্বংসের জন্য ইসরাইলকে দায়ী করেছে রাশিয়া। তবে বোল্টন তার ভাষায় বলছেন, ‘ইরানি সেনাদের আগ্রাসী আচরণ’ থেকে ইসরাইলি সেনারা নিজেদের রক্ষা করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন, নিজেকে রক্ষা করার বৈধ অধিকার রয়েছে ইসরাইলের।#  

পার্সটুডে/এসআইবি/২৫