সিরিয়ায় এস-৩০০ মোতায়েনে ক্ষোভ প্রকাশ করলেন মাইক পম্পেও
https://parstoday.ir/bn/news/world-i64767-সিরিয়ায়_এস_৩০০_মোতায়েনে_ক্ষোভ_প্রকাশ_করলেন_মাইক_পম্পেও
সিরিয়ায় রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি দাবি করেছেন, এই ব্যবস্থা মোতায়েনের ফলে সিরিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করবে।
(last modified 2025-10-11T13:22:26+00:00 )
অক্টোবর ০৪, ২০১৮ ০৬:৪০ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

সিরিয়ায় রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি দাবি করেছেন, এই ব্যবস্থা মোতায়েনের ফলে সিরিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করবে।

এর আগে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান সিরিয়ায় এস-৩০০ মোতায়েনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, সিরিয়ার কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহের কাজ শেষ হয়েছে।

গতমাসে ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমানের উসকানিতে সিরিয়ার আকাশে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পর মস্কো দামেস্ককে এই ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্ত নেয়। সিরিয়ার লাতাকিয়া প্রদেশের আকাশে ওই বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার ১৫ সেনা সদস্য নিহত হন।

এস-৩০০ ব্যবস্থা (ফাইল ছবি)

গত ১৭ সেপ্টেম্বর ইহুদিবাদী ইসরাইলের চারটি এফ-১৬ জঙ্গিবিমান লাতাকিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে বোমা হামলা চালায়। এ সময় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট থেকে নিক্ষিপ্ত গোলার আঘাতে রাশিয়ার সামরিক বিমান আইএল-২০ বিধ্বস্ত হয়ে এর সব আরোহী নিহত হন।

পরদিন ১৮ সেপ্টেম্বর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিরিয়ায় তার দেশের বিমান বিধ্বস্তের দায় সম্পূর্ণভাবে ইসরাইলের।

ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য এ পর্যন্ত বহুবার সিরিয়ার সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪