নাইজেরিয়ায় জাকজাকির মুক্তির দাবিতে আবারো শত শত মানুষের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i64823-নাইজেরিয়ায়_জাকজাকির_মুক্তির_দাবিতে_আবারো_শত_শত_মানুষের_বিক্ষোভ
নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া আলেম এবং দেশটির ইসলামিক আন্দোলন বা আইএমএন'র বিপ্লবী নেতা আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে আবারে শত শত মানুষ বিক্ষোভ করেছে। জাকজাকিকে মুক্তি দিতে নাইজেরিয়ার হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ২০১৬ সাল থেকে কারাগারে আটক রয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৬, ২০১৮ ১৯:২৬ Asia/Dhaka
  • নাইজেরিয়ায় জাকজাকির মুক্তির দাবিতে আবারো শত শত মানুষের বিক্ষোভ

নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া আলেম এবং দেশটির ইসলামিক আন্দোলন বা আইএমএন'র বিপ্লবী নেতা আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে আবারে শত শত মানুষ বিক্ষোভ করেছে। জাকজাকিকে মুক্তি দিতে নাইজেরিয়ার হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ২০১৬ সাল থেকে কারাগারে আটক রয়েছেন।

আইএমএন'র মুখপাত্র আব্দুল্লাহি মোহাম্মাদ জানিয়েছেন, আমাদের নেতা জাকজাকিকে মুক্তি দেয়া হবে না বলে যখন আমরা জানতে পারলাম তখন বিক্ষোভকারীরা গতকাল শুক্রবার নাইজেরিয়ার ফেডারেল বিচার বিভাগের সামনে প্রতিবাদ মিছিল শুরু করেন।  

তিনি আরো বলেন, আমরা জাকজাকির অনুসারীরা ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের নেতাকে অবিলম্বে মুক্তি দিতে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য আমরা বিচারমন্ত্রী আবু বকর মালামির প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, জাকজাকির নিজ শহর কাদুনায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির অজুহাতে প্রধান বিচারক গিডিয়ন কুরাদা  জাকজাকিকে মুক্তির আদেশ না দিয়ে আদালত মুলতবির ঘোষণা দেন।  

নাইজেরিয়ার সেনাবাহিনী ২০১৫ সালের ১২ ডিসেম্বর দেশটির জারিয়া শহরে শিয়া মুসলমানদের এক সমাবেশে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় শত শত মুসলমান নিহত এবং জাকজাকি গুরুতর আহত হন। পরের দিন জাকজাকির বাড়িতে হামলা চালিয়ে তাকে এবং আইএমএন’র মুখপাত্রসহ শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। বর্বরোচিত এ দুই হামলায় জাকজাকির তিন ছেলেও নিহত হয়েছেন।#          

পার্সটুডে/বাবুল আখতার/৬