রাশিয়ার ক্রিমিয়ার কলেজে গুলি; নিহত ১৯
-
ক্রিমিয়ার পলিটেকনিক কলেজে গুলিতে হতাহতদের উদ্ধার করা হচ্ছে
রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলের একটি পলিটেকনিক কলেজে গুলি চালিয়ে এক ছাত্র অন্তত ১৯ জনকে হত্যা করেছে। আহত হয়েছে আরো অন্তত ৫০ জন।
হামলাকারী ভ্লাদিস্লাভ রোসলইয়াকভ ওই কলেজের ছাত্র। প্রাথমিক খবরে বলা হচ্ছিল- কলেজের ক্যাফেটারিয়ায় বোমার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু পরে ভিডিও ফুটেজে দেখা গেছে ভ্লাদিস্লাভ রাইফল নিয়ে সেখানে প্রবেশ করে এবং গুলি চালায়। হতাহতরা এসময় ক্যাফেটারিয়ায় অবস্থান করছিল। নিহতদের সবার দেহে গুলির চিহ্ন রয়েছে।

চার বছর আগে ক্রিমিয়া অঞ্চলটি ইউক্রেন থেকে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। ক্রিমিয়া প্রশাসন থেকে বলা হচ্ছে- হামলার পর ভ্লাদিস্লাভ রোসলইয়াকভ নিজেও আত্মহত্যা করেছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, হতাহতদের সবাই কিশোর শিক্ষার্থী।
ভিডিও ফুটেজে দেখা গেছে, কলেজের পাশে সশস্ত্র নিরাপত্তাকর্মী ও সেনাবাহিনীর সাজেয়া যান টহল দিচ্ছে। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে আরো সেনা সদস্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।#
পার্সটুডে/এসআইবি/১৭