পালিত হচ্ছে ইমাম হোসেন (আ.)'র চেহলাম; ১৮ লাখ ইরানি গেছেন কারবালায়
https://parstoday.ir/bn/news/world-i65427-পালিত_হচ্ছে_ইমাম_হোসেন_(আ.)'র_চেহলাম_১৮_লাখ_ইরানি_গেছেন_কারবালায়
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (মঙ্গলবার) ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন পালিত হচ্ছে। এ উপলক্ষে ইরাকের কারবালায় ইমাম হোসেন (আ.)'র মাজার এলাকায় সমবেত হয়েছেন কোটি জনতা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩০, ২০১৮ ১০:১৯ Asia/Dhaka
  • ইমাম হোসেন (আ.)\'র মাজারে চারপাশে মানুষের ঢল
    ইমাম হোসেন (আ.)\'র মাজারে চারপাশে মানুষের ঢল

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (মঙ্গলবার) ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন পালিত হচ্ছে। এ উপলক্ষে ইরাকের কারবালায় ইমাম হোসেন (আ.)'র মাজার এলাকায় সমবেত হয়েছেন কোটি জনতা।

তেহরানে শোকানুষ্ঠান

ইরান সীমান্ত দিয়ে ইরাকে প্রবেশ করেছেন প্রায় ২০ লাখ মুসলমান। এর মধ্যে ১৮ লাখ ইরানি এবং দেড় লাখ বিদেশি রয়েছেন।

ইরানের পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি বলেছেন, তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে জিয়ারতকারীরা ইরাকে গেছেন। জিয়ারত শেষে ইরানিরা যাতে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। 

আরবাঈন উপলক্ষে আজ ইরানের সর্বত্র সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেশিরভাগ মানুষই কালো পোশাক পরে বাইরে বের হয়েছেন। সর্বত্রই শোকের ছাপ স্পষ্ট। প্রতি বছরই এ দিনে সরকারি ছুটি থাকে।

৬১ হিজরির ১০ মহররম ইসলামের শত্রুদের হাতে শহীদ হন ইমাম হোসেন (আ.) ও তার সঙ্গীরা। #

পার্সটুডে/৩০