সৌদির সঙ্গে পরমাণু আলোচনা বাতিল করুন: ট্রাম্পের প্রতি সিনেটরদের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i65477-সৌদির_সঙ্গে_পরমাণু_আলোচনা_বাতিল_করুন_ট্রাম্পের_প্রতি_সিনেটরদের_আহ্বান
সৌদি আরবের সঙ্গে পরমাণু আলোচনা বাতিল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন পাঁচজন সিনিয়র সিনেটর। ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে দেশটির রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের জের ধরে এ আহ্বান জানানো হলো।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০১, ২০১৮ ১০:২৫ Asia/Dhaka
  • সিনেটর মার্কো রুবিও
    সিনেটর মার্কো রুবিও

সৌদি আরবের সঙ্গে পরমাণু আলোচনা বাতিল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন পাঁচজন সিনিয়র সিনেটর। ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে দেশটির রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের জের ধরে এ আহ্বান জানানো হলো।

বুধবার সিনেটর মার্কো রুবিও’র নেতৃত্বাধীন পাঁচ আইনপ্রণেতার এ সংক্রান্ত চিঠি গ্রহণ করেন ট্রাম্প। চিঠি প্রদানকারী অন্য চার সিনেটর হলেন কোরি গার্ডনার, র‍্যান্ড পল, ডিন হিলার ও টড ইয়ং।

চিঠিতে তারা বলেন, “সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত তথ্যের পাশাপাশি ইয়েমেন ও লেবাননে সৌদি আরবের গৃহিত পদক্ষেপ দেশটির সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিয়ে আশঙ্কা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।”

গত মার্চ মাসে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সাক্ষাৎ (ফাইল ছবি)

প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা সিনেটরদের চিঠিতে আরো বলা হয়েছে, “কাজেই আমরা আপনাকে অদূর ভবিষ্যতের জন্য সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতার যেকোনো চুক্তি সই করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।”

মার্কিন সিনেটররা তাদের চিঠিতে সতর্ক করে দিয়ে বলেছেন, সৌদি আরবের সঙ্গে চলমান পরমাণু আলোচনা বন্ধ না করলে এ সংক্রান্ত সম্ভাব্য যেকোনো চুক্তি তারা আইনসভায় আটকে দেবেন।  

জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে যখন সৌদি আরব ও আমেরিকা তীব্র আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তখন ট্রাম্পকে এ চিঠি দেয়া হলো। গত ২ অক্টোবর ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে নিহত হন খাশোগি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১