কানাডায় ওয়াংঝু গ্রেফতার: এবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল চীন
https://parstoday.ir/bn/news/world-i66464-কানাডায়_ওয়াংঝু_গ্রেফতার_এবার_মার্কিন_রাষ্ট্রদূতকে_তলব_করল_চীন
চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝুকে গ্রেফতারের প্রতিবাদে বেইজিং-এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্ট্যাডকে তলব করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৮ ০৬:৫৭ Asia/Dhaka
  • মেং ওয়াংঝু
    মেং ওয়াংঝু

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝুকে গ্রেফতারের প্রতিবাদে বেইজিং-এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্ট্যাডকে তলব করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

কানাডা সরকার যাতে মেং ওয়াংঝুকে অবিলম্বে মুক্ত করে দেয় সেজন্য ব্যবস্থা নিতে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন অনুরোধে সাড়া দিয়ে কানাডার পুলিশ গত ১ ডিসেম্বর হুয়াওয়ের সিএফও মেং ওয়াংঝুকে আটক করে। অটোয়া চীনা কোম্পানির এই কর্মকর্তাকে মার্কিন সরকারের কাছে হস্তান্তরের চিন্তাভাবনা করছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্ট্যাড

মেং ওয়াংঝু হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রেন ঝেংফেইয়ের মেয়ে।  ওয়াশিংটন দাবি করছে, ইরানের ওপর আরোপিত মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেহরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করেছেন ওয়াংঝু।

এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংঝুকে ছেড়ে দেয়ার আহ্বান জানাতে বেইজিং-এ নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত জন ম্যাককালামকে তলব করে। বেইজিং ম্যাককালামকে জানিয়ে দেয়, ওয়াংঝুকে আটক করার পর এখন তাকে আমেরিকার হাতে তুলে দিলে কানাডাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।# 

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০