আফগান গোয়েন্দাদের লক্ষ্য করে বোমা হামলা: নিহত ৪
(last modified Tue, 11 Dec 2018 12:15:00 GMT )
ডিসেম্বর ১১, ২০১৮ ১৮:১৫ Asia/Dhaka
  • বোমা হামলায় হতাহতদের উদ্ধারের চেষ্টা
    বোমা হামলায় হতাহতদের উদ্ধারের চেষ্টা

আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টোরেট ফর সিকিউরিটি বা এনডিএস সদস্যদের লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত চার ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছে।

রাজধানী কাবুলের পশ্চিমে পাকমান এলাকায় এ হামলা হয়। সংস্থার মুখপাত্র বলেছেন, এখনো পরিষ্কার নয় যে, হামলাকারী পায়ে হেঁটে গিয়ে নাকি গাড়ি চালিয়ে হামলা করেছে। নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর আরেক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী গাড়িবোমা ব্যবহার করেছে। তবে কোনো ব্যক্তি বা সংগঠন এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করে নি।

রাতভর দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের একটি চেকপয়েন্টে তালেবানের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ভোরে কাবুলে এই হামলা হয়। কান্দাহারের সংঘর্ষে আট পুলিশ নিহত হয়েছে। সংঘর্ষে ১১ তালেবানও নিহত মারা গেছে।

বেশ কিছুদিন ধরে আফগান নিরাপত্তা বাহিনী তালেবান ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়ছে।#

পার্সটুডে/এসআইবি/১১