বেলুচিস্তানে বিএলএ’র বন্দুকধারীদের হামলায় পাকিস্তানের ৬ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i66586-বেলুচিস্তানে_বিএলএ’র_বন্দুকধারীদের_হামলায়_পাকিস্তানের_৬_সেনা_নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আধা-সামরিক বাহিনীর একটি গাড়ির বহরে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বন্দুকধারীদের হামলায় ছয় সেনা নিহত হয়েছে। শুক্রবার পার্বত্য ‘কেচ’ জেলায় আধা-সামরিক বাহিনী ‘ফ্রন্টিয়ার কোর’ বা এফসি’র সদস্যরা যখন নিয়মিত টহল দিচ্ছেলেন তখন তাদের ওপর এ হামলা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৮ ১০:৩২ Asia/Dhaka
  • সহকর্মীদের লাশ বহন করছেন ফ্রন্টিয়ার কোরের সদস্যরা
    সহকর্মীদের লাশ বহন করছেন ফ্রন্টিয়ার কোরের সদস্যরা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আধা-সামরিক বাহিনীর একটি গাড়ির বহরে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বন্দুকধারীদের হামলায় ছয় সেনা নিহত হয়েছে। শুক্রবার পার্বত্য ‘কেচ’ জেলায় আধা-সামরিক বাহিনী ‘ফ্রন্টিয়ার কোর’ বা এফসি’র সদস্যরা যখন নিয়মিত টহল দিচ্ছেলেন তখন তাদের ওপর এ হামলা হয়।

বেলুচিস্তানের তথ্যমন্ত্রী জহুর বুলেদি এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, “বন্দুকধারীদের হামলায় ফ্রন্টিয়ারের কোরের ছয় সদস্য শহীদ ও অপর ১৪ জন আহত হয়েছেন।”এফসি’র একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারীদের খোঁজে কেচ জেলায় চিরুণি তল্লাশি শুরু হয়েছে।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ বা বিএলএ শুক্রবারের হামলার দায়িত্ব স্বীকার করেছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও দেশটির সরকার ওই প্রদেশের উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে, প্রদেশের প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্যা আদায়ের জন্য সেখানে একাধিক বিচ্ছিন্নতাবাদী ও জাতীয়তাবাদী গোষ্ঠী তৎপর রয়েছে।  

এক মাসেরও কম সময় আগে বিএলএ’র বন্দুকধারীরা করাচির চীনা কনস্যুলেটে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫